ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘সাফল্যের কারণ হাথুরুসিংহে নয়’


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৮:৫৩ পিএম
‘সাফল্যের কারণ হাথুরুসিংহে নয়’

শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নেওয়ার পর হাথুরুসিংহের নেতৃত্বে প্রথম বাংলাদেশ সফরে আসে ম্যাথিউস, চান্দিমালরা।শুরুটা খুব বেশি ভাল না হলেও সফরে পিছনে পরেও ঘুড়ে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। ত্রিদেশীয় সিরিজের পর জিতেছে টেস্ট সিরিজও। আর টি-২০তে সাবেক শীষ্যদের পাত্তাই দেয়নি হাথুরুর শ্রীলঙ্কা। 

বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার এমন অভাবনীয় সাফল্যের মুল কারিগর ধরা হয় কোচ হাথুরুসিংহকে।অনেকের ধারনা হাথুরু বাংলাদেশের কোচ ছিলেন তিনি তামিম-সাকিবদের দূর্বলতা জানেন তাই সাফল্য পেয়েছে লঙ্কানরা।

তবে এ ব্যাপারে বাংলাদেশের ড্যাশিং ওপেনার তামিম ইকবালের মতামত সম্পূর্ণ ভিন্ন। তামিম বলেন,‘সিরিজের ফল যা হয়েছে তাতে তিনি (হাথুরুসিংহে) এখন যেকোনো কথা বলতে পারেন। আমাদেরও সেগুলো মুখ বুজে শুনতে হবে। কিন্তু ফল যদি বিপরীত হতো, এই হাথুরুসিংহেই তখন আর কোনো কথা বলতেন না। কোনো সন্দেহ নেই, সিরিজ শেষে তিনি যেটা বলেছেন, সেটা ভুল নয়। আমাদের সম্পর্কে তিনি অনেক কিছুই জানেন। কিন্তু এটা তো সব দলই সব দল সম্পর্কে জানে।’

টাইগার ওপেনার মনে করেন তথ্যপ্রযুক্তির এই যুগে প্রতিপক্ষের দূর্বল জাযগা ধরা খুব বেশি কঠিনস কাজ নয়। তিনি বলেন,‘যদি হাথুরুসিংহেই শ্রীলঙ্কার সাফল্যের কারণ হয়ে থাকেন তাহলে জেমি সিডন্স আসার পর আমরাও অস্ট্রেলিয়ার বিপক্ষে সব ম্যাচ জিততাম। তিনিও তো অস্ট্রেলিয়ার সহকারী কোচ ছিলেন। কই আমরা তো অস্ট্রেলিয়ার সঙ্গে ম্যাচ জিততে পারিনি।’

সবশেষে তামিম স্বীকার করেন যে তার দলের বাজে পারফরম্যান্সের কারনেই হেরেছে তারা।তবে তার আশা আসন্ন নিদহাস ট্রফিতে  গুড়ে দাঁড়াবে বাংলাদেশ।
গোনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ