ঢাকা মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

রায়নার জন্য নিজের পজিশন ছাড়ছেন কোহলি!


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৮:৩১ পিএম
রায়নার জন্য নিজের পজিশন ছাড়ছেন কোহলি!

যে কোনো দলের ব্যাটিং অর্জারে তিন নম্বর পজিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুই ওপেনারের কেউ আউট হয়ে গেলে তারপর পরিস্থিতি বুঝে দলের ইনিংসের হাল ধরার দায়িত্ব থাকে তিন নাম্বার ব্যাটসম্যানেরই ওপর। ভারতীয় দলের প্রাক্তন ব্যাটিং স্তম্ভদের কাছ থেকে এই তিন নম্বর পজিশনে ব্যাটিংয়ে নামার সুযোগ পেয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি। আর দলের প্রয়োজন অনুযায়ী পারফরম্যান্স করে ওই পজিশনটি পাকা হয়ে গেছে তার। এই পজিশনটি তিনি দলের অন্য কোনো ব্যাটসম্যানকেই কখনো ছাড়েননি। সে টেস্ট, একদিনের ম্যাচ বা টি ২০-যাই-ই হোক না কেন।

কিন্তু দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে ওয়ান্ডারার্সে এর ব্যতিক্রম ঘটেছে। সুরেশ রায়না ওই ম্যাচে তিন নম্বরে ব্যাট করতে নেমেছিলেন।  ঘরোয়া ক্রিকেটে এবং আইপিএলে তিন নাম্বারে নেমেই সফল হয়েছেন রায়না। এ কথা মাথায় রেখেই কোহলি চেয়েছিলেন, নিজের পছন্দের পজিশনেই খেলুন রায়না। তাছাড়া দীর্ঘদিন বাদে দলে কামব্যাক করেছেন রায়না। ব্যাটিং অর্ডারে তাকে তিন নাম্বারে তুলে আত্মবিশ্বাসের একটা রসদ যোগাতে চেয়েছেন অধিনায়ক কোহলি।  সেজন্য নিজের জায়গাটি ছেড়ে দিয়েছিলেন বাঁহাতি রায়নাকে।

দলের অন্দর থেকে পাওয়া খবর অনুযায়ী, এটা এখনও পরীক্ষার পর্যায়েই রয়েছে। রায়না তিন নাম্বারে ভালো খেললে টি ২০ তে ওই জায়গাটা তাকে ছেড়ে দেবেন কোহলি। তবে এ সব কিছুই পরীক্ষার স্তরে রয়েছে। কারণ, টি ২০ তে এখনই বড় ধরনের কোনও টুর্নামেন্ট নেই। টি ২০ বিশ্বকাপ খেলা হবে ২০২০-তে।

তবে যাই-ই হোক না কেন, কোহলির থেকে তিন নাম্বার জায়গাটা কেউ নিতে পারেন বলে কারুর কল্পনাতেও ছিল না। কিন্তু শেষপর্যন্ত দলের স্বার্থের কথা মাথায় রেখেই ওই জায়গা ছেড়ে দিতে রাজি কোহলি। তাই শেষপর্যন্ত রায়না তিন নাম্বারে নামার সুযোগ পেয়েছেন।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ