ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোহলির প্রশংসা করতে গিয়ে যা বললেন সৌরভ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০২:৩২ পিএম আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০৮:৩৫ এএম
কোহলির প্রশংসা করতে গিয়ে যা বললেন সৌরভ

বিশ্বক্রিকেটে বিরাট আধিপত্য! ক্যাপ্টেন কোহলির ধারাবাহিক ফর্ম অবাক করেছে টিম ইন্ডিয়ার প্রাক্তন ক্যাপ্টেনকেও।
ভারতের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় বলেন, ‘কোহলির নেতৃত্ব ভারত দারুণ খেলছে। বিদেশে টেস্ট সিরিজ জেতাটা শুধু সময়ের অপেক্ষা৷ বিরাট তো কেবলমাত্র দু’টি পূর্ণাঙ্গ সিরিজে (ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা) ভারতকে নেতৃত্ব দিল।’

দক্ষিণ আফ্রিকায় অল্পের জন্য টেস্ট সিরিজ হাতছাড়া হলেও ওয়ানডে সিরিজে প্রোটিয়াদের পর্যুদস্ত করেছে টিম ইন্ডিয়া। ছয় ম্যাচের সিরিজ ৫-১ জিতে ইতিহাস গড়েছে ভারত৷ প্রথম ভারতীয় ক্যাপ্টেন হিসেবে দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিতেছে কোহলি।

ভারতের পরের দু’টি সিরিজ ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। এই দু’টি সিরিজই বিরাটের আসল পরীক্ষা বলেও মনে করেন সৌরভ। প্রাক্তন ভারতীয় অধিনায়ক বলেন, ‘ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পরের দু’টি সিরিজই ক্যাপ্টেন কোহলির মাপকাঠি। ক্যাপ্টেন ধোনি, ক্যাপ্টেন দ্রাবিড়কে দেখেছি। কিন্তু কেউ অধিনায়ক থাকার সময় কোহলির মতো ব্যাটে ধারাবাহিক সাফল্য পায়নি।’ গত বছর কোহলির ব্যাট শাসন করেছে ক্রিকেটবিশ্বকে। ২০১৮-র শুরুটাও দারুণ। দক্ষিণ আফ্রিকা সফরে তিনটি সেঞ্চুরি এসেছে কোহলির ব্যাট থেকে। সেঞ্চুরিয়ন টেস্টের পর ওয়ানডে সিরিজে কেপ টাউন ও সেঞ্চুরিয়নে শতরান করেছেন কোহলি। শুক্রবারই সুপারস্পোর্ট পার্কে ওয়ানডে ক্রিকেট ক্যারিয়ারের ৩৫তম শতরান করেছেন৷ দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে প্রথম ব্যাটসম্যান হিসেবে ৫০০ বেশি রান করার কৃতিত্ব দেখিয়েছেন বিরাট।

বিরাটের প্রশংসা করতে গিয়ে সৌরভ বলেন, ‘কোহলির ভারতীয় ক্রিকেটের পতাকা বাহক। আমার, দ্রাবিড় এমনকী সচিনের মধ্যেও দুর্বলাতা ছিল। কিন্তু কোহলির মধ্যে সেটা দেখতে পায়নি।’

এই মুহূর্তে আইসিসি ওয়ানডে র‌্যাঙ্ককিংয়ে এক নম্বর, টেস্টে দু’ নম্বর এবং টি-২০ ক্রিকেটে তিন নম্বরে রয়েছেন কোহলি। ক্যারিয়ারে ৫৬টি সেঞ্চুরি (টেস্টে ২১, ওয়ানডে ৩৫) করে সচিন তেন্ডুলকরের ১০০টি সেঞ্চুরির পিছনে ধাওয়া করছে বিরাট।


গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ