ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৫০টি শিশুকে যৌন নিপীড়নের দায়ে জেলে ফুটবল কোচ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ১০:০৬ এএম
৫০টি শিশুকে যৌন নিপীড়নের দায়ে জেলে ফুটবল কোচ

তুমি এসেছিলে ভগবান হয়ে…কিন্তু বাস্তবে তুমি হয়ে উঠেছিলে ‘মানুষরূপী দৈত্য’৷

সাজা ঘোষণার আগে অভিযুক্তকে এভাবেই তার কৃতকর্মের ব্যাখ্যা দিলেন বিচারক। প্রায় শতাধিক শিশুর সঙ্গে যৌন নিপীড়নের দায়ে প্রাক্তন ফুটবল কোচ ব্যারি বেনেলকে ৩০ বছরের কারাবাস দিল লিভারপুলের এক আদালত। অতীতে ম্যাঞ্চেস্টার সিটির যুব দলের দায়িত্ব সামলেচ্ছে বেনেল।

৬৪ বছরের প্রাক্তন এই ফুটবল কোচকে সম্ভবত বাকি জীবনটা কাটাতে হবে জেলেই৷ ম্যাঞ্চেস্টার সিটি যুব এবং ক্রিউই আলেকজান্দ্রায় (১৯৭৯ থেকে ১৯৯১) কোচিং ক্যারিয়ারে প্রায় ১২ জন তরুণ ফুটবলারকে যৌন নিপীড়ন করেছে বেনেল। এই ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে বিরাচক বলেন, ‘তুমি তোমার ইচ্ছে চরিতার্থ করার জন্য এদের শৈশব নষ্ট করেছ।’

শৈশবে যাঁরা যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন, তাদের অনেকেই আদালাতে ভয়ঙ্কর ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শোনান। কীভাবে এই ‘দৈত্য’ তাদের শৈশব নষ্ট করেছে। গায়ে নীল রংয়ের জাম্পার এবং ধুসর রংয়ের জগিং টাউজার পরিহিত বেনেলকে আদালতে আনা হয়েছিল৷ দু’ হাতের মাঝে মাথা লুকিয়ে আদালতের কক্ষে ঢোকে অভিযুক্ত। কিন্তু আদালতে যখন নির্যাতিতরা তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বলছিলেন, তখন মাথা তুলে তাদের দিকে তাকিয়েছিল বেনেল।

নির্যাতিত এক ব্যক্তি আদালাতে তার মতামত শোনাতে গিয়ে বলেন, ‘শিশু অবস্থায় এমন কোনও দিন যায়নি, যেদিন তোমার নির্যাতনের শিকার হয়নি। অপর এক নির্যাতিত ক্রিস আনওরর্থ জানান, বেনেল তার পেশাদার ফুটবল হয়ে ওঠার স্বপ্ন নষ্ট করে দিয়েছে।’

আর এক নির্যাতিত জানান, ‘আমার মনে হয়, আমি কোনও দিন অতীতের সেই দিনগুলি ভুলতে পারব না। ব্যারি ও আলেকজান্দ্রা আমার জীবন ছিনিয়ে নিয়েছে।’ অপর একজন বলেন, ‘এই দৈত্যটি আমাকে সেক্স টয় হিসেবে ব্যবহার করেছে। এখন তার সাজা পাচ্ছে।’

গোনিউজ২৪২/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ