ঢাকা বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১

কোহলি-সরফরাজকে টপকে সেরা এক নারী ক্রিকেটার


গো নিউজ২৪ | স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৯, ২০১৮, ০৭:৫২ পিএম
কোহলি-সরফরাজকে টপকে সেরা এক নারী ক্রিকেটার

২০১৭ সালের ব্যক্তিগত পারফর্মের ওপর ভিত্তি করে সেরা পারফরমার অ্যাওয়ার্ড ঘোষণা করেছে ক্রিকেট বিষয়ক জনপ্রিয় ওয়েবসাইট 'ইএসপিএন ক্রিকইনফো'।  এই অ্যাওয়ার্ডে ভারত-পাকিস্তান ও অস্ট্রেলিয়ার আধিপত্য থাকলেও নেই কোন বাংলাদেশি ক্রিকেটার। 

একনজরে দেখে নিন কোন বিভাগে কে অ্যাওয়ার্ডে মনোনিত হয়েছেন।

টেস্ট ব্যাটিং: স্টিভেন স্মিথ। ফরম্যাটের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে মানিয়ে নিতে বেশ পটু অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। পুনে টেস্টে ম্যাচ জেতানো ১০৯ রানের ইনিংসের কারণে টেস্টের সেরা ব্যাটিং পারফরমার হিসেবে তাকে আখ্যা দিয়েছে ক্রিকেইনফো। গ্যাবায় সাড়ে আট ঘন্টায় তারই হার না মানা ১৪১ রানের ইনিংসটিও পেছনে পড়ে গেছে।

টেস্ট বোলিং: নাথান লায়ন। টেস্ট বোলিং অ্যাওয়ার্ড জিতেছেন অস্ট্রেলিয়ারই নাথান লায়ন। ব্যাঙ্গালুরু টেস্টে ৫০ রানে ৮ উইকেট নেয়া লায়ন পেছনে ফেলেছেন একই টেস্টে ৪১ রানে ৬ উইকেট নেয়া রবিচন্দ্রন অশ্বিনকে।

সেরা অধিনায়ক: এই দৌঁড়ে এবারই প্রথমবারের মতো নারী হিসেবে মনোনয়ন পেয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক হেথার নাইট। স্টিভেন স্মিথ, বিরাট কোহলি আর সরফরাজ আহমেদকে পেছনে ফেলে বর্ষসেরা অধিনায়ক নির্বাচিত হয়েছেন তিনিই।

ওয়ানডে ব্যাটিং: সেরা দুই অ্যাওয়ার্ডই গেছে চ্যাম্পিয়ন্স ট্রফিজয়ী পাকিস্তানের কাছে। চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে মাত্র চতুর্থ ওয়ানডে খেলতে নামা ফখর জামান অপরাজিত ১৪১ রানের ইনিংসে জিতেছেন সেরা ব্যাটিংয়ের অ্যাওয়ার্ড। একই ম্যাচে ১৬ রানে ৩ উইকেট নেয়া মোহাম্মদ আমির জিতেছেন সেরা বোলিং পারফরম্যান্সের পুরস্কার।

ওয়ানডে স্পিনার: আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান।

টি-টোয়েন্টি সেরা ব্যাটিং-বোলিং:  টি-টোয়েন্টিতে সেরা ব্যাটিং পারফরম্যান্সের পুরস্কার জিতেছেন ওয়েস্ট ইন্ডিজের এভিন লুইস। সেরা বোলিং অ্যাওয়ার্ড ভারতের যুজবেন্দ্র চাহালের। আর বর্ষসেরা অভিষিক্ত খেলোয়াড়ও ভারতের, জিতেছেন কুলদ্বীপ যাদব।
গোনিউজ২৪/এএটি

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ