ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রোটিয়া দূর্গে কোহলিদের দাপট চলছেই


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৮, ১০:১০ পিএম
প্রোটিয়া দূর্গে কোহলিদের দাপট চলছেই

দক্ষিণ আফ্রিকাকে ওয়ানডে সিরিজে বাজেভাবে হারানোর পর এবার টি-টোয়েন্টি ফরম্যাটেও দুরন্ত কোহলিরা। রবিবার (১৮ ফেব্রয়ারি) আফ্রিকার জোহান্সবার্গে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দারুণ খেলে কোহলির দল। শিখর ধাওয়ানের বিধ্বংসী ব্যাটিংয়ে স্বাগতিকদের লক্ষ্য দেয় ২০৩ রানের। আর তা টপকাতে ব্যার্থ হয় নিজেদের মাঠে দক্ষিণ আফ্রিকা। ফলে ২৮ রানে জয় পায় ভারত।

প্রথমে টসে জিতে ভারতীয় অধিনায়ককে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক। ডাকে সাড়া দিয়ে ব্যাট করতে নেমে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার। ৯ বলে ২১ রানে প্যাভিলিয়নে ফিরলেন রোহিত শর্মা৷ উইকেট কিপার ক্লাসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরলেন মুম্বইকর, নবাগত ডালার বাউন্সার সামলাতে না পেরে থার্ড ম্যানের দিকে আপার কাট মারতে গিয়ে আউট রোহিত। এর পর শিখর ধাওয়ানের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় লক্ষের দিকে এগিয়ে যায় ভারত। ফলে পাঁচ উইকেট হারিয়ে নির্ধারিত ২০ ওভারে ২০৩ রান করে সফরকারীরা। এতে স্বাগতিকদের লক্ষ্য দাঁড়ায় ২০৪ রানের।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার জজ স্মুটসকে হারিয়ে চাপে পরে দক্ষিণ আফ্রিকা। তবে তা বুঝতে দেননি তার সতীর্থ রিজা হেনড্রিক্স। তার ব্যাটেই মূলত কিছুটা স্বপ্ন দেখেছিল দক্ষিণ আফ্রিকা। তবে মাঝ পথে হারান ডুমিনি ও মিলারকে। এর পর হেনড্রিক্সকে সঙ্গদেন ফারহান বেহার্ডিন। হেনড্রিক্স এরই মধ্যে দেখা পান নিজের ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। 

বেহার্ডিন কাটা পরেন ২৭ বলে ৩৯ রান করে। পরে বেশিক্ষণ থাকতে পারেননি হেনড্রিক্স। তাকে ব্যক্তিগত ৭০ রানে ফেরান ভুবেনশ্বর কুমার। যা কোহলিদের জয়ের পথ সহজ করে দেয়। হেনড্রিক্সের বিদায়ের পর সবাই ছিল আসা-যাওয়ার মাঝে। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯উইকেট হারিয়ে ১৭৫ রানে থামে স্বাগতিকরা।

দক্ষিণ আফ্রিকার হয়ে ২টি উইকেট নেন ডালার। এছাড়া ১টি করে উইকেট নেন অ্যান্ডিল ফেহলাকওয়াই, ক্রিস মরিস ও তাব্রাইজ শামসী।

অন্যদিকে, ভারতের হয়ে ভুবেনশ্বর কুমার নেন ৫টি উইকেট। এছাড়া পান্ডিয়া, চাহালে ও উনদাকাট নেন ১টি করে উইকেট।

গোনিউজ২৪/এএস 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ