ঢাকা মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

জিদানের কঠিন সময়ে পাশে দাঁড়ালেন শীষ্য


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ১০:১১ পিএম
জিদানের কঠিন সময়ে পাশে দাঁড়ালেন শীষ্য

চলমান মৌসুমটা ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিলে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ অধ্যায় শেষ হয়ে যেতে পারে বলে খবর স্প্যানিশ মিডিয়ার। অন্যদিকে, কোপা দেল রের কোয়ার্টার ফাইনাল থেকে ছিটকে পড়েছে জিদানের দল। তা ছাড়া স্প্যানিশ লিগে তাদের নাজুক অবস্থা। বর্তমানে রোনালদোরা চতুর্থ স্থানে আছে। এসব কারণে জিদানের ওপর চাপ অনেক বেশি। কোচের কঠিন এই অবস্থায় পাশে দাঁড়ালেন তার শীষ্য রিয়াল মিডফিল্ডার টোনি ক্রোস।

কোপা দেল রে’তে কোয়ার্টার ফাইনালের চৌকাঠ পেরোতে পারেনি রিয়াল। লেহানেসের মাঠ থেকে জিতে ফেরার পরও ঘরের মাঠে হেরে বিদায় নেয় মাদ্রিদের ক্লাবটি। এর সঙ্গে আবার লিগের কঠিন পরিস্থিতি। চলতি লিগ মৌসুমে বর্তমান চ্যাম্পিয়নরা শীর্ষে থাকা বার্সেলোনা থেকে পিছিয়ে আছে ১৭ পয়েন্টে।

দলের বাজে পারফরম্যান্সে সমালোচকদের তীরে বিদ্ধ হচ্ছেন জিদান। তাদের উদ্দেশ্যে মুখ খুলেছেন জিদানের শীষ্য ক্রোস। জিদানের ট্রফি জয়ের পরিসংখ্যান তুলে ধরে চ্যাম্পিয়নস লিগ জেতার স্বপ্নের কথাও শুনিয়েছেন জার্মান মিডফিল্ডার। রিয়াল মাদ্রিদের দুই বছরের দায়িত্বে টানা দুটি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন জিদান। সব মিলিয়ে তার অধীনে রিয়ালের শিরোপা আটটি।

সমালোচকদের সামনে এই পরিসংখ্যান তুলে ধরে ক্রোস বলেছেন, ‘আমাদের  দলে সবকিছু ঠিকঠাক না চললেই কথা ওঠে। দুই বছরে উনি জিতেছে আটটি শিরোপা, যা অনেক বেশি।’ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে প্যারিস সেন্তজার্মেইকে ৩-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের পথে এগিয়ে গেছে রিয়াল। 

প্রথমে অবস্থা নাজুক থাকলেও, শেষের দিকে পরিবর্তন দেখা দিয়েছে রিয়াল শিবিরে। সে দিকে ইঙ্গিত দিয়ে ক্রোস বলেন, ‘আমরা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, তবে এই সপ্তাহে আমরা আমাদের পারফরম্যান্সের পর্যায়টা বাড়িয়েছি।’

গোনিউজ২৪/এএস 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ