ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

অবশেষে সুর বদলালেন হাথুরুসিংহে


গো নিউজ২৪ | স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ০৪:২০ পিএম আপডেট: ফেব্রুয়ারি ১৭, ২০১৮, ১১:৩৬ এএম
অবশেষে সুর বদলালেন হাথুরুসিংহে

বাংলদেশ সফরে আসার আগে থেকে আলেচনায় ছিলেন টাইগারদের সাবেক কোচ হাথুসিংহে। যেহেতু প্রতিপক্ষ শ্রীলঙ্কা এবং হাথুরু তাদের নয়া কোচ। আলোচনার অন্যতম কারণ ছিল তিন বছরে বাংলাদেশ দলের ধরন, মানসিকতা, শক্তি-দুর্বলতা, সবই তার বিশদভাবে জানা। জানেন ভেতর-বাহিরের সব কিছু। প্রতিবারই প্রসঙ্গটি উড়িয়ে দিয়েছেন দুই দলের সবাই। অবশেষে সফরের শেষ প্রান্তে এসে হাথুরুসিংহে মেনে নিলেন, এটি গড়ে দিয়েছে পার্থক্য। 

যদিও সফরের শুরুতে তিনি বলেছিলেন ভিন্ন কথা, ‘আমি সাবেক কোচ এটা বড় ব্যাপার না।’ বাংলাদেশের সহকারী কোচ রিচার্ড হ্যালসল বলেছিলেন, ‘হাথুরুসিংহে মাঠে গিয়ে খেলবেন না। তিনি রান করবে না, উইকেট নেবে না।’ একই রকম সুর ছিল টাইগারদের মুখেও।

তবে সফল সফরের শেষভাগে এসে অবশেষে বদলেছে হাথুরুসিংহের সুর। সিরিজের শেষ টি-টোয়েন্টির আগের দিন সিলেটে সাংবাদিক সম্মেলনে স্বীকার করেছেন, নিজের সাবেক দলের বিপক্ষে ম্যাচ হওয়াত পরিকল্পনা নেওয়া সহজ হয়েছে তার পক্ষে।

সাবেক কোচ বলেন,  ‘আমার মনে হয়…সত্যি বলতে, ‘হ্যাঁ’ (বড় পার্থক্য গড়ে দিয়েছে)… ওদের ক্রিকেটারদের বেশ কজনকে নিয়ে আমাদের সুনির্দিষ্ট পরিকল্পনা ছিল। জানতাম, চাপের মধ্যে ওরা কেমন করে, কিভাবে খেলে।’

তিনি আরো বলেন, ‘এখান থেকে যাওয়ার পর আমি চাই বাংলাদেশ ভালো করুক। আমি ওদের একজন শুভাকাঙ্খি হিসেবে থাকব। ওরা কিভাবে সামনে এগোয়, সেদিকে চোখ রাখব আমি।’  

‘প্রথম দুই ম্যাচে ওরা দারুণ খেলেছে। সেটা আমার কাছে প্রত্যাশিতই ছিল, ওরকম না হলেই আমি খুব হতাশ হতাম। তবে তার পর আমরা যেভাবে ঘুরে দাঁড়িয়েছি, সেটি নিয়েও আমি খুশি। ব্যক্তিগতভাবে আমার জন্য এটি খুবই তৃপ্তিদায়ক সফর।’

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ