ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
চ্যাম্পিয়ন্স লিগ লড়াই

আগুয়েরোর গোলে ম্যানসিটির বড় জয়  


গো নিউজ২৪ | স্পোর্টস করেসপন্ডেন্ট প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ১০:৫৩ এএম
আগুয়েরোর গোলে ম্যানসিটির বড় জয়  

আর্জেন্টাইন ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো গোল করলেন করালেন। দলকে চ্যাম্পিয়ন্স লিগেরে শেষ ষোলর ম্যাচে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। দলের হয়ে জোড়া গোল করেছেন ইলকাই গিলদোয়ান। তাদের নৈপুণ্যে সুইজারল্যান্ডের ক্লাব বাসেলের বিপক্ষে সহজ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি।

ছন্দে থাকা ম্যানসিটি প্রতিপক্ষের মাঠে শুরুটা করে দুর্দান্ত। ম্যাচের ১০ মিনিটের মধ্যে তিনবার বাসেলের গোলরক্ষককে পরাস্ত করেন আগুয়েরো-ইলকাইরা। 

১৪তম মিনিটে কেভিন ডি ব্রুইনের কর্নারে হেডে গোল উৎসবের শুরু করেন গিলদোয়ান। চার মিনিট পর বাঁ-দিক থেকে রাহিম স্টার্লিংয়ের ক্রস প্রতিপক্ষের এক জনের মাথা ছুঁয়ে ফাঁকায় পেয়ে কোনাকুনি শটে ব্যবধান বাড়ান পর্তুগিজ মিডফিল্ডার বের্নার্দো সিলভা।

আর ২৩তম মিনিটে প্রায় ২২ গজ দূর থেকে আগুরেয়োর জোরালো শটে  জায়গা থেকে নড়ার সুযোগ পাননি বাসেল গোলরক্ষক। চলমান চ্যাম্পিয়ন্স লিগে আর্জেন্টাইন স্ট্রাইকারের এটা চতুর্থ গোল।

চ্যাম্পিয়ন্স লিগে নিজের ৪র্থ গোল করার পর আগুয়েরোর উল্লাস

দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান আরও বাড়িয়ে জয় নিশ্চিত করে ফেলেন গিলদোয়ান। আগুয়েরোর পাস পেয়ে এক জনকে কাটিয়ে প্রায় ২০ গজ দূর থেকে উঁচু শটে পোস্ট ঘেঁষে নিজের দ্বিতীয় গোলটি করেন জার্মান মিডফিল্ডার।

যার ফলে শেষ ষোলোর প্রথম পর্বে বাসেলকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে পেপ গার্দিওলার দল।

ফিরতি লিগে আগামী মাসে ম্যানচেস্টার সিটির ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হেব দুই দল। বাসেলকে শেষ আটে যেতে হলে জিততে হবে ৫-০ ব্যবধানে। যা তুলনামূলক খর্বশক্তির বাসেলের জন্য প্রায় অসম্ভব। বলঅই যায় শেষ আটে এক পা দিয়ে রেখেছেন পেপ গার্দিওয়ালার শীর্ষরা। 
গেনিউজ/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ