ঢাকা বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রশিদ খানের চতুর্থ ৫, একাই হারালেন জিম্বাবুয়েকে


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০১৮, ১০:০২ এএম
রশিদ খানের চতুর্থ ৫, একাই হারালেন জিম্বাবুয়েকে

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় বিকেল চারটায় দুবাইয়ের শারজায় ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় জিম্বাবয়ে ও আফগানিস্তান।

ম্যাচটিতে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে নেমে রশিদ খান-মুজিব উর রহমানের ঘূর্ণি ফাঁদে পড়ে দিশেহারা হয়ে যায় জিম্বাবুয়ে। দলীয় ১৮ রানের মাথায় উইকেট হারিয়ে শুরুতেই ব্যাকফুটে চলে যায় দলটি। মজার তথ্য হল, আফগানিস্তানের হয়ে রশিদ (৫) ও মুজিব (৩) মোটে ৮টি উইকেট তুলে নেন। রশিদ খান ৮.৩ ওভারে ১ মেডেনসহ ২৪ রান দিয়ে ৫টি উইকেট নেন। ২ বছর ৩ মাসের ছোট্ট ক্যারিয়ারে চতুর্থবারের মতো ৫ উইকেট (কিংবা তার বেশি) শিকার করেন তিনি। অন্যদিকে আরেক বোলার মুজিব ১০ ওভার বল করে ১ মেডেনসহ ৪৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তাতে ৩৪.৩ ওভারে ১৫৪ রানেই অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে।

জবাবে খেলতে নেমে যদিও ১৬ রানের মাথায় উইকেটরক্ষক ব্যাটসম্যান শাহজাদের উইকেট হারিয়ে বিপদে পড়ে আফগানিস্তান। কিন্তু  রহমত শাহ ও নাসির জামালের হাফ সেঞ্চুরিতে ভর করে ২৭.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় তুলে নেয় আফগানিস্তান। 

প্রসঙ্গত, এদিকে সিরিজের প্রথম দুই ম্যাচে কাকাতলীয় ঘটনা ঘটেছে। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান তুলেছিল আফগানিস্তান। ম্যাচটিতে ১৫৪ রানের লজ্জাজনক পরাজয় বরণ করে প্রতিপক্ষ জিম্বাবুয়ে। জিম্বাবুয়ের করে ১৭৯ রান। 

আর দ্বিতীয় ম্যাচ অর্থাৎ রোববারে (১১ ফেব্রুয়ারি) ম্যাচের প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ৩৩৩ রান তুলে জিম্বাবুয়ে। এ যেন কাটা দিয়ে কাটা তোলা।  কি অদ্ভুত মিল রানে। যা সত্যিই অদ্ভুতুড়ে। এরপর ম্যাচটি ১৭৯ রানে হেরে বসে আফগানিস্তান।

প্রথম দুটি ম্যাচ ১-১ ব্যবধানে শেষ হওয়াতে দু’দলেরই টার্গেট তৃতীয় ম্যাচে জয় তোলা। আজকের ম্যাচটিতে অপরিবর্তীত দল নিয়ে মাঠে নামতে পারে আফগানিস্তান।
গোনিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ