ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

‘ম্যাও’ বিতর্ক ভুলে খেলায় মনযোগ সাব্বিরের


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৮, ০৭:২১ পিএম
‘ম্যাও’ বিতর্ক ভুলে খেলায় মনযোগ সাব্বিরের

‘ম্যাও’ বলার অপরাধে কিশোরকে চর-থাপড় দেয়ায় অনেক সমস্যায় পরেন তিনি ।‘ডিমেরিট পয়েন্ট নিয়ে কোনো ভাবনা নেই। ১ পয়েন্ট বা ১০ পয়েন্ট, কোনো সমস্যা নাই।’  ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়া ও ঘরোয়া ক্রিকেটে ছয় মাস নিষিদ্ধ হওয়া ক্রিকেটার। নামের পাশে ৩ ডিমেরিট পয়েন্ট। বলছি,সাব্বির রহমান রুম্মনের কথা।তবে ঘটে যাওয়া সেই বিতর্কিত ইস্যু ভুলে খেলায় মন দিতে চান জাতীয় দলের এই মারকুটে ব্যাটসম্যান।

সম্প্রতি এক কিশোরকে পেটানোর অপরাধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রুম্মনকে ২০ লাখ টাকা জরিমানা এবং ঘরোয়া ক্রিকেট থেকে ৬ মাসের জন্য নিষিদ্ধ করে।শুধু তাই নয়। এই অপরাধের কারণে বিসিবির চুক্তি থেকেও বাদ দেয়া হয় রুম্মনকে।

১৩ জানুয়ারি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন শেষে সাব্বির বলেন, আমার ওপর এই ঘটনা অনেক প্রভাব ফেলেছে। যদি পেশাদার খেলোয়াড় হিসেবে চিন্তা করি, তাহলে অতীত অতীতেই থাক। যা হওয়ার হয়ে গেছে, এটার প্রভাব যাতে খেলায় না পড়ে, সেটা নিয়ে চিন্তা করছি।

সোমবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজে নিজের লক্ষ্য নিয়ে রুম্মন বলেন, ‘দলকে আমার জায়গা থেকে সেরাটা দিতে চাই। ব্যক্তিভাবে আমি ভালোভাবেই প্রস্তুত। যেসব দুর্বল জায়গা রয়েছে সেগুলো ঠিক করার চেষ্টা করেছি। ব্যাটিংয়ের সময় স্পিন বল খেলা ও সামনের পা চালানো নিয়ে কিছু কাজ করেছি।জাতীয় দলের হয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে দুই বছরে ৮৯টি ম্যাচ খেলেছেন সাব্বির। বেশকিছু ম্যাচে ভালো শুরুর পরও শেষ পর্যন্ত সেঞ্চুরির দেখা পাননি। সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে নিয়ে ২৬ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, সেঞ্চুরি করতে না পারায় আমি নিজেই হতাশ। তবে আমি চেষ্টা করছি। আশা করি, কোনো একসময় হয়ে যাবে।’
গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ