ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইস্ট জোন ও সাউথ জোনের ম্যাচ ড্র


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১২, ২০১৮, ০৯:৪৭ পিএম
ইস্ট জোন ও সাউথ জোনের ম্যাচ ড্র

ফ্রাঞ্চাইজিভিত্তিক বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) প্রথম রাউন্ডে মুখোমুখি হয় ইসলামী ব্যাংক ইস্ট জোন ও প্রাইম ব্যাংক সাউথ জোন।তবে অবধারিত ড্রয়ে শেষ হলো প্রথম রাউন্ডের খেলা। দক্ষিণাঞ্চলের দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নামার প্রয়োজন হয়নি। পূর্বাঞ্চল ৪ উইকেটে ৯৩ রান তোলার পর ২৪৪ রানের লিড দাঁড়ালে ম্যাচের সমাপ্তি মেনে নেয় দু’দল।

বিকেএসপির ৪ নম্বর মাঠে ইস্ট জোন প্রথমে ব্যাট করতে নামে। মুমিনুলের ডাবল সেঞ্চুরি (২৫৮) ও জাকির হাসানের (১১৯) শতকে ভর করে সবকটি উইকেট হারিয়ে প্রথম ইনিংসে ৫৪৬ রানের পাহাড় গড়ে পূর্বাঞ্চল।

জবাবে তুষার ইমরান (১০৫) ও মোসাদ্দেক হোসেনের (১১০) সেঞ্চুরির সুবাদে স্কোরবোর্ডে ৩৯৫ রান তোলে দক্ষিণাঞ্চল টিম। আল আমিন ৪৯ রানে অপরাজিত থাকেন। ৪৭ রানে রানআউটের ফাঁদে পড়েন অধিনায়ক নুরুল হাসান সোহান। দুই ওপেনার সৌম্য সরকার ১৯ ও শাহরিয়ার নাফিস ২৯ রানে সাজঘরে ফেরেন। পাঁচটি উইকেট শিকার করেন সোহাগ গাজী। নাজমুল ইসলাম অপু নেন তিনটি।

১৫১ রানের লিড নিয়ে ইস্ট জোন আজ শুক্রবার দুপরে আবার ব্যাট করতে নামে। ২৯ ওভারে ৪ উইকেট হারিয়ে ৯৩ রান তোলার পর ড্র মেনে নেয় উভয় দল। এই ইনিংসে ইস্ট জোনের লিটন কুমার দাস অপরাজিত ৫১ রান করেন। বল হাতে ইস্ট জোনের চারটি উইকেটের ৩টিই নেন আব্দুর রাজ্জাক।

শুক্রবার (১২ জানুয়ারি) শেষ দিনে অবশ্য কুয়াশার কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। সকাল ১১.৩০ মিনিটে শুরু হয় দিনের খেলা। আগের দিন ৫ উইকেট হারিয়ে ৩১৮ রান তোলা সাউথ জোন আজ আবার ব্যাট করতে নামে। আজ শেষ দিনে বাকি পাঁচটি উইকেট হারিয়ে দলীয় সংগ্রহে ৭৭ রান যোগ করতে পারে তারা। আগের দিন ১৭ রানে অপরাজিত থাকা আল আমিন ৪৯ রানে অপরাজিত থাকেন। তার সঙ্গে বৃহস্পতিবার অপরাজিত থাকা কাজী নুরুল ৪৭ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন প্রথম শ্রেণির ক্রিকেটে ক্যারিয়ার সেরা ২৫৮ রানের ইনিংস উপহার দেওয়া ইস্ট জোন অধিনায়ক মুমিনুল হক।

চার দলের শ্রেষ্ঠত্বের লড়াইয়ের দ্বিতীয় রাউন্ড ১৫ জানুয়ারি (সোমবার) থেকে। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুমিনুলের ইস্ট জোনকে মোকাবিলা করবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্থ জোন। বিকেএসপিতে সেন্ট্রাল জোনের সামনে সাউথ জোন।
গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ