ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

‍‍`ফাইনালে আমরাই ফেভারিট‍‍`


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ডিসেম্বর ১১, ২০১৭, ১১:০৪ পিএম
‍‍`ফাইনালে আমরাই ফেভারিট‍‍`

নানা নাটকীয়তার পর অবশেষে স্বপ্ন পূরণের পথে রংপুর রাইডার্স। বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ নিয়ে নাটকীয়তা কম দেখেনি ক্রিকেট বিশ্ব।

গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোয়ালিফায়ারিং ম্যাচটি রোববার (১০ ডিসেম্বর) শুরু হলেও বৃষ্টির কারণে ৭ ওভারের মাথায় খেলাটি বন্ধ হয়ে যায়। এরপর বৃষ্টি থামলে বিসিবি ও বিপিএল শীর্ষ কর্তারা মিলে কুমিল্লা শিবিরকে বাই-লজ প্লেয়িং কন্ডিশনের আলোকে খেলা শুরুর কথা বলে। কিন্তু তাতে রাজি হয় না তামিমরা। তবে শেষ পর্যন্ত কুমিল্লা শিবির সব বিকল্প বাদ দিয়ে সোমবার (১১ ডিসেম্বর) দ্বিতীয় দিন বন্ধ হয়ে যাওয়া অবস্থা থেকে ম্যাচ খেলতে রাজি হয়। 

তবে শেষ পর্যন্ত নিজেদের প্রমাণ করে ফাইনালে উঠেই গেলো মাশরাফির রংপুর রাইডার্স। কোয়ালিফায়ার-২ তে তামিম ইকবালের কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৩৬ রানে হারিয়ে আগামীকাল মঙ্গলবারের ফাইনালে ঢাকার মুখোমুখি হবে রংপুর রাইডার্স। ম্যাচ জিতে স্বভাবতই উচ্ছ্বসিত রংপুরের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। প্রশংসা করলেন আজকের ম্যাচের সেঞ্চুরিয়ান জনসন চার্লসের। একইসাথে প্রশংসা করেছেন ফর্মে ফেরা ব্রেন্ডন ম্যাককালামের। 

যদিও আজকের ম্যাচে একই অবস্থা থেকে মাঠে নামাটাকে তুলনামূলক কঠিন মনে করছেন তিনি। গ্রুপের শুরুর দিকে তুলনামূলক খারাপ খেলেছিল রংপুর। তবে শেষ পর্যন্ত ফাইনালে পৌঁছেছে মাশরাফিরা।

এটাকেও দারুণ ব্যাপার বলে মানছেন মাশরাফি। মঙ্গলবারের ফাইনালে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হওয়ার অপেক্ষায় আছেন তিনি। ম্যাচ শেষে মাইক্রোফোনের সামনে বলেছেন,

"আজকের ম্যাচ শুরু করা কঠিন ছিল। কেননা গতকাল চার্লস এবং ম্যাককালাম ফর্মে ছিল। তবে তারা আজও দারুণ করেছে। আমাদের ফিল্ডিং ভালো হয়নি অবশ্য। মনে হচ্ছিলো শুধুমাত্র গেইলই দারুণ খেলবে। তবে ম্যাককালাম বা চার্লস- এরাও আসরের শেষদিকে ফর্মে।  

এসব দেখে দারুণ লাগছে। কেননা আসরের শুরুর দিকে আমরা সেভাবে ভালো খেলতে পারিনি। কিন্তু আগামীকালের ফাইনালে আমরা ফেভারিট হয়েই নামবো। তাই ফাইনালের অপেক্ষায় আছি। আমি চেষ্টা করছি দলসহ ভালো খেলার।" 

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ