ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিব না লুইস?


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক ‍‍ প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৭, ০৬:৪০ পিএম
সাকিব না লুইস?

আর মাত্র ৪ ম্যাচ বাকী তারপরেই জানা যাবে কাদের হাতে উঠবে এবারের শিরোপা। গ্রুপ পর্বের ৪২টি ম্যাচ শেষে প্রাপ্তির খাতায় কার কী অর্জন সে দিকে এবার নজর দেওয়া যাক।

বিপিএলের চলতি আসরে এখন পর্যন্ত সর্বাধিক রানের মালিক রংপুর রাইডার্সের রবি বোপারা। ১২ ম্যাচে তার সংগ্রহ ৩৬৫ রান। এরপরেই আছেন ১০ ম্যাচে ৩৩৪ রান করা ঢাকা ডায়নামাইটসের এভিন লুইস। তিন নম্বরে আছেন বাদ পড়ে যাওয়া চিটাগং ভাইকিংসের লুক রনচি (৩২১)।

৩১৭ রান নিয়ে চার নম্বরে সিলেটের আন্দ্রে ফ্লেচার এবং পাঁচ নম্বরে ২৯৯ রান নিয়ে আছেন রংপুর রাইডার্সের মোহাম্মদ মিথুন। তারপরেই খুলনা টাইটানস অধিনায়ক মাহমুদ উল্লাহ (২৯২) এবং কুমিল্লার ইমরুল কায়েসের (২৯০) স্থান। ৮ ম্যাচে ২৬৫ রান নিয়ে ১০ নম্বরে আছেন কুমিল্লা অধিনায়ক তামিম ইকবাল।

রানের তালিকা 

ব্যাটিংয়ে পেছনে পড়ে থাকলেও বোলিংয়ে কিন্তু বাংলাদেশিদের জয়জয়কার। ১১ ম্যাচে ১৯ উইকেট নিয়ে শীর্ষে আছেন ঢাকা ডায়নামাইটস আধিনায়ক বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় স্থানে থাকা আবু জায়েদ সমান সংখ্যক ম্যাচে নিয়েছেন ১৮ উইকেট। ১১ ম্যাচে ১৫ উইকেট নিয়ে তৃতীয় স্থানে আছেন মোহাম্মদ সাইফ উদ্দিন।

চার নম্বরে ঢাকার আবু হায়দার রনি (১৪), সমান উইকেট নিয়ে পাঁচ নম্বরে আছেন চিটাগং ভাইকিংসের তাসকিন আহমেদ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরে যাওয়া রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা ১৩ উইকেট নিয়ে আছেন ৬ নম্বরে। সেরা দশে আরও আছেন সিলেট অধিনায়ক নাসির হোসেন (১২) এবং খুলনার শফিউল ইসলাম (১২)।

 

উইকেটের তালিকা 

ব্যাটিংয়ে যেহেতু বাংলাদেশি ব্যাটসম্যানদের করুণ দশা, তাই ছক্কা মারার দৌঁড়ে তারা পিছিয়ে থাকবেন এটাই স্বাভাবিক। ছক্কার দৌঁড়ে সবার ওপরে আছেন ঢাকা ওপেনার এভিন লুইস। ১০ ম্যাচে ২৩টি ছক্কা মেরেছেন তিনি। ২১টি ছক্কা মেরে দ্বিতীয় স্থানে লুক রনচি। তৃতীয় স্থানে থাকা কার্লোস ব্র্যাথওয়েট মেরেছেন ১৮টি ছক্কা। চতুর্থ স্থানে কায়রন পোলার্ড মেরেছেন ১৬টি। এবং ক্যারিবীয় দানব ক্রিস গেইল ১৫টি ছক্কা মেরে আছেন পঞ্চম স্থানে। পরের চারটি নামও বিদেশি। একমাত্র দেশি ক্রিকেটার হিসেবে সেরা দশে আছেন এনামুল হক বিজয়। ১০ নম্বরে থাকা বিজয় ছক্কা মেরেছেন ১১টি।

গো নিউজ ২৪/ এ আই 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ