ঢাকা রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১

বিপিএলে নাসিরকে পেতে দুই দলের কাড়াকাড়ি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ০৪:১৫ পিএম আপডেট: জুলাই ২৩, ২০১৭, ১২:০৫ পিএম
বিপিএলে নাসিরকে পেতে দুই দলের কাড়াকাড়ি

ঘরোয়া ক্রিকেটে দশে দশ পারফর্ম করেও জাতীয় দলে খুব একটা সুযোগ মেলে না অলরাউন্ডার নাসির হোসেনের। যদিও সর্বশেষ নিউজিল্যান্ড সফরে তার দিকে কিছুটা ফিরিয়ে তাকিয়েছিল টিম ম্যানেজম্যান্ট।  কিন্তু একটি মাত্র ম্যাচে মাঠে নামা হয়েছিল নাসিরের। 

জাতীয় দলে নাসির যতটা বঞ্চিত, ঘরোয়া ক্রিকেট রয়েছে তার ততটা গুরুত্ব। যেমন আসছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে নাসিরকে দলে পেতে দল মালিকরা কাড়াকাড়ি শুরু করে দিয়েছে।  বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল ঢাকা ডাইনামাইটসের হয়ে গত আসরে খেলেছিলেন অলরাউন্ডার নাসির হোসেন।  বিপিএলের পঞ্চম আসরেও নাসিরকে রেখে দিতে চায় ঢাকা। 

অন্যদিকে ঘরের ছেলে নাসিরকে দলে নিতে জোর চেষ্টা করেছিল রংপুর রাইর্ডাস। গতবার সৌম্য সরকারের পারফর্মেন্স খুব একটা উজ্জ্বল না থাকায় ইনফর্ম নাসিরকে দলে চেয়েছিল দলটি।

তবে ঢাকার রিটেনশন লিস্টে থাকায় নাসিরকে পাচ্ছে না রংপুর। বিষয় নিশ্চিত করেছেন রংপুর রাইর্ডাসের প্রধান নির্বাহী ইশরিয়াক সাদিক।

বেসরকারি টিভি চ্যানেলে তিনি বলেছেন, ‘কথাবার্তা বলে দেখেছি, নাসির এখন যেই দলে আছে… সেই দল নাসিরকে রিটেইন করবে। আর এটাই নিশ্চিত।’

নাসিরকে না পেলেও দেশ সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাকে পাওয়ার ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী রংপুর ভিত্তিক ফ্রেঞ্চাইজিটি।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সে গত দুই বিপিএল খেলা মাশরাফিকে আগামী বিপিএলে রংপুরের জার্সিতে দেখা যেতে পারে। ইশরিয়াক সাদিক জানিয়েছেন, ‘আমাদের পক্ষ থেকে মাশরাফির সঙ্গে প্রাথমিক আলাপ আলোচনা হয়েছে। তিনিও আগ্রহ প্রকাশ করেছে, আমাদের আগ্রহ আছে।’

এছাড়া মাঠের লড়াইয়ের বাইরেও বেশ গুছিয়ে নিজেদের প্রস্তুতি সেরেছে রংপুর। সময় হাতে নিয়ে রংপুর ও ঢাকায় প্রচারণা চালাচ্ছে ফ্রেঞ্চাইজিটি
গো নিউজ২৪/এআর

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ