ঢাকা শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১

হায়দরাবাদের দারুণ জয়ের পিছনে এই দু’টি কারণ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২৯, ২০১৭, ০৯:২৯ এএম
হায়দরাবাদের দারুণ জয়ের পিছনে এই দু’টি কারণ

দুই ওপেনারের ঝোড়ো ইনিংস। আর বোলিংয়ে পেস-স্পিন জোড়া ফলা। শুক্রবার মোহালিতে সানরাইজার্স হায়দরাবাদের জয়ের পিছনে এই দু’টো কারণই উঠে আসছে। জিতে হায়দরাবাদ উঠে এলেন তিন নম্বরে। 

শুক্রবার রাতে পাঞ্জাবের আইএস বিন্দ্রা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রান সংগ্রহ করে হায়দরাবাদ। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৮১ রানে থামে পাঞ্জাবের ইনিংস।

ব্যাট হাতে একপ্রান্ত আগলে রেখে লড়াই করেন পাঞ্জাবের শন মার্শ। ২.২ ওভারের সময় মার্টিন গাপটিল আউট হওয়ার পর ওয়ান ডাউনে ব্যাট করতে নামেন শন মার্শ। ১৯.২ ওভারের সময় আউট হন। এর মাঝে আরো ৬ জন ব্যাটসম্যান আউট হন। কিন্তু একা লড়াই চালিয়ে যান মার্শ। ৫০ বল মোকাবেলা করে তিনি করেন ৮৪ রান। যেখানে ১৪টি চারের মারের পাশাপাশি ২টি বিশাল ছক্কার মারও ছিল। কিন্তু তার চেষ্টা বৃথা যায়। আর কোনো ব্যাটসম্যান ২৬ রানের বেশি রানের ইনিংস খেলতে ব্যর্থ হওয়ায় ২০৮ রানের টার্গেট ছোঁয়া হয়নি কিংস ইলেভেন পাঞ্জাবের।

বল হাতে হায়দরাবাদের আশিষ নেহেরা ও সিদ্ধার্ত কুল ৩টি করে উইকেট নেন। ২টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। ৪ ওভার বল করে ১৬ রান দিয়ে ১টি উইকেট নেন রশিদ খান।

তার আগে, কিংস ইলেভেন পঞ্জাব টস জিতে ব্যাট করতে পাঠিয়েছিল গত বারের চ্যাম্পিয়নদের। পঞ্জাব বোলিংকে সমীহ না করে ডেভিড ওয়ার্নার (২৭ বলে ৫১) এবং শিখর ধবন (৪৮ বলে ৭৭) দশ ওভারে ১০৭ রান তুলে দেন। এর পর কেন্‌ উইলিয়ামসন ২৭ বলে ৫৪ করে স্কোর নিয়ে যান ২০৭-৩। 

জবাবে পঞ্জাব করে ১৮১-৯। চোটের জন্য হাসিম আমলা না খেলায় পঞ্জাব ব্যাটিং দুর্বল হয়ে পড়েছিল। তিন নম্বরে নামা শন মার্শ একা চেষ্টা করেছিলেন। কিন্তু ৫০ বলে ৮৪ করার পরে তাঁকে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। ২৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। তবে পঞ্জাবের মাঝের ওভারগুলোয় রান রেট আটকে দেন লেগ স্পিনার রশিদ খান। ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে এক উইকেট তোলেন তিনি।  

টস হেরে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ওয়ার্নার ও ধাওয়ান ১০৭ রান তোলেন। দারুণ একটি সূচনা পাওয়ায় বড় সংগ্রহ সহজ হয়ে যায় হায়দরাবাদের জন্য। দলীয় ১০৭ রানের মাথায় পাঞ্জাবের অধিনায়ক স্বদেশী ম্যাক্সওয়েলের বলে বোল্ড হয়ে যান ওয়ার্নার। যাওয়ার আগে ২৭ বলে ৪টি চার ও সমান সংখ্যক ছয়ে ৫১ রান করে যান।

দ্বিতীয় উইকেট জুটিতে কেন উইলিয়ামসনের সঙ্গে ৪০ রান তোলেন ধাওয়ান। দলীয় ১৪৭ রানের মাথায় মোহিত শর্মার বলে ম্যাক্সওয়েলের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ধাওয়ান। করে যান ৪৮ বলে ৭৭ রান। তার ইনিংসে ৯টি চারের পাশাপাশি ১টি ছক্কার মার ছিল।

১৭১ রানে ব্যক্তিগত ১৫ রানে ফিরে যান যুবরাজ সিং। যুবরাজের উইকেটটিও নেন ম্যাক্সওয়েল। কিন্তু কেন উইলিয়ামসন মারমুখী ব্যাটিং করতে থাকেন। তিনি ২৭ বল খেলে ৪টি চার ও ২টি ছক্কায় অপরাজিত ৫৪ রান করেন। তাতে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২০৭ রানের বড় সংগ্রহ পায় হায়দরাবাদ। বল হাতে পাঞ্জাবের গ্লেন ম্যাক্সওয়েল ২টি উইকেট নেন।

 


গো নিউজ২৪/এএইচ

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ