ঢাকা মঙ্গলবার, ০৭ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১

প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ প্রকাশিত: মার্চ ২৪, ২০১৭, ০৭:০৮ পিএম
প্রথম ওয়ানডেতে  শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

স্বাগতিক শ্রীলংকার বিপক্ষে টেস্ট সিরিজে ১-১ ড্র করেছে বাংলাদেশ। এবার তাদের সামনে ওয়ানডে সিরিজ। আগামীকাল ২৫ মার্চ সিরিজের প্রথম ম্যাচ খেলতে মাঠে নামবেন মাশরাফিরা। আর এই ম্যাচকে সামনে রেখে ইতোমধ্যে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।

আর গতকাল এই ১৬ সদস্যের দলের ১৭ নম্বর সদস্য হিসেবে ডাক পেয়েছে মেহেদী হাসান মিরাজ। কিন্তু এখন প্রশ্ন হলো আগামীকাল মাশরাফির একাদশে কারা থাকছেন?

এমন প্রশ্নের জবাবে মাশরাফি একাদশ ঘোষণা দেওয়া অনেকটাই মুশকিল। কারণ দলে কে খেলবেন আর কে খেলবেন না সেটা টিম ম্যানেজমেন্টই ভালো জানেন। তবে সিরিজের প্রথম ম্যাচে তিন পেসার নিয়ে খেলার সম্ভাবনা আছে। সে দিক দিয়ে মাশরাফি, মুস্তাফিজ ও তাসকিনের খেলা এক প্রকার নিশ্চিত।

অন্যদিকে প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ে কড়া জবাব দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তাই তাকে দলে দেখা যেতে পারে। এছাড়ও সাব্বির ও মোসাদ্দেক তো আছেই। যেহেতু লংকানদের বাঁ-হাতি ব্যাটসম্যান বেশি সেহেতু অফস্পিনার হিসেবে মিরাজকেও প্রথম বারের মতো খেলাতে পারে টিম ম্যানেজমেন্ট।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল-হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান। 

শ্রীলঙ্কার ১৫ সদস্যের ওয়ানডে স্কোয়াড:
নিরোশান ডিকভেলা, ধনঞ্জয় ডি সিলভা, আসেলা গুনারত্নে, দিনেশ চান্দিমাল, কুশাল জানিথ পেরেরা, দানুস্কা গুনাথিলাকে, সুরাঙ্গা লাকমল, লাহিরু কুমারা, ভিকুম সঞ্জয় বান্দারা, থিসারা পেরেরা, সচিথ পাথিরানা, সেকুজে প্রসন্ন ও লাকসান সান্দাকান।

গো নিউজ২৪/এএফ 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ