ঢাকা মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১

সাফল্যের রহস্য জানালেন ও’কিফ


গো নিউজ২৪ প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০১৭, ০৯:৫৬ পিএম
সাফল্যের রহস্য জানালেন ও’কিফ

ভারতীয় ব্যাটসম্যানদের নিয়ে শনিবার রীতিমতো ছেলেখেলা করেছে অসি বোলাররা। দ্বিতীয় ইনিংসে স্টিভ ও’কিফে একাই নিয়েছেন ৬ উইকেট। আর প্রথম ইনিংসে ৬ উইকেট। দিন শেষে তিনি সাংবাদিকদের জানান তার সাফল্যর রহস্য। পুনে টেস্টে ভারতের এমন ব্যাটিং বিপর্যয় ঘটতে পারে সমর্থকরা এমনটা কল্পনাও করতে পারেননি। 

গতকাল ৯৪/৩ থেকে ১০৫ রানে অলআউট হয়েছে ভারত। ১১ রানে শেষ ৭ উইকেট হারিয়েছে স্বাগতিক দল। টেস্টে এত কম রানে ৭ উইকেট হারানোর নজির নেই ভারতের। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৪৮ বলের মধ্যে ৭ উইকেট হারায় বিরাট কোহলির।
অস্ট্রেলিয়ান স্পিনার ও’কিফ বলেন, ‘সব কিছুই পরিকল্পনামাফিক হয়েছে। ফিল্ডাররা দারুণ করেছে। বিশেষ করে হ্যান্ডসকম্ব। অধিনায়ক স্মিথ দিনটা ভালোভাবে শেষ করেছেন।’

এরপর নিজের বোলিং সম্পর্কে ও’কিফ বলেন, ‘প্রথম ছয় ওভার সাধারণ মানের হয়েছিল। এরপর আমি প্রান্ত বদল করি। স্পিনও একটু বেশি পেতে থাকি। প্রথমে কিছুটা নার্ভাস ছিলাম। আমি অস্ট্রেলিয়ায় যেমন করি এখানেও তেমনটাই করার চেষ্টা করেছি।’

মূলত স্টিভ ও’কিফই ভারতীয় ব্যাটসম্যানদের নাস্তানাবুদ করে ছেড়েছেন। ও’কিফের এক স্পেলেই সব কিছু এলোমেলো হয়ে গেছে। এই অসি বোলার এতটাই ভয়ঙ্কর হয়েছিলেন প্রথম ইনিংসে যে মাত্র আট বলের মধ্যে নিয়েছিলেন ভারতের চার উইকেট।
এছাড়া, মাত্র ১৯ বলের মধ্যে ৫ উইকেট দখল করেন। ভারতের বিপক্ষে এত কম বল খরচায় ৫ উইকেট দখল করার ক্ষেত্রে এটা দ্বিতীয় সেরা।

গো নিউজ ২৪/ এস কে 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ