ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৩, ০৯:৪৯ এএম
তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ওয়ানডে বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল থেকে চলা গুঞ্জনই সত্যি হলো। অভিজ্ঞ ওপেনার তামিম ইকবালকে ছাড়াই ভারতে অনুষ্ঠেয় টুর্নামেন্টটি খেলতে যাচ্ছে সাকিব বাহিনী।

বিশ্বকাপের সবগুলো দলই ইতোমধ্যে স্কোয়াড ঘোষণা করেছে। শেষ দল হিসেবে বাংলাদেশ তাদের স্কোয়াড ঘোষণা করেছে মঙ্গলবার। তামিম ছাড়া বাকি ক্রিকেটাররা প্রত্যাশিতভাবেই আলোচনায় ছিলেন। আনফিট তামিমকে স্কোয়াডের অন্তর্ভুক্ত করতে চাননি সাকিব। ঠিক এই কারণে তামিমকে ছাড়াই বিসিবিকে দল ঘোষণা করতে হয়েছে।  

বিশ্বকাপ দলের সঙ্গী হয়েছেন আরেক আলোচিত ক্রিকেটার তানজিম হাসান সাকিব। এশিয়া কাপে ভারতের বিপক্ষে আলো ছড়িয়েছিলেন তরুণ পেসার। কিন্তু তার কিছু ফেসবুক পোস্ট ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন তিনি। তারপরও নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ছিলেন, বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ভালোই বোলিং করেছিলেন তিনি। ইনজুরির কারণে শেষ দুই ম্যাচে তাকে খেলানো হয়নি। শেষ পর্যন্ত তাকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে বাংলাদেশ দল।

স্কোয়াডে আরও একটি পরিবর্তন হয়েছে। সহ-অধিনায়ক হিসেবে এতদিন দায়িত্বে ছিলেন লিটন দাস। তার ফর্মহীনতায় এই দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্বকাপে সাকিবের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন নাজমুল হাসান শান্ত। মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে অধিনায়ক হিসেবে অভিষেক হয় তার। অধিনায়ক হয়ে ম্যাচ খেলতে নেমেই এদিন ২৫ বছর আগের রেকর্ড ভেঙেছেন তিনি। ১৯৯৮ সালে ওয়ানডে অধিনায়ক হিসেবে নিজের অভিষেক ম্যাচে ৭০ রানের ইনিংস খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল।

বাংলাদেশ দল : সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিম।

গোনিউজ২৪/আর এ জে

 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ