ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

এক ওভারেই শ্রীলংকার স্বপ্ন শেষ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ০৫:৩৫ পিএম আপডেট: সেপ্টেম্বর ১৭, ২০২৩, ১১:৩৫ এএম
এক ওভারেই শ্রীলংকার স্বপ্ন শেষ

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজের এক ওভারেই জয়ের স্বপ্ন ফিকে শ্রীলংকার। এশিয়া কাপের ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে নেমেই চরম বিপর্যয়ে পড়ে যায় স্বাগতিক শ্রীলংকা।

ভারতীয় তারকা পেসার মোহাম্মদ সিরাজের এক ওভারে ৪ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় লংকানরা। নিজের তৃতীয় ওভারে বোলিংয়ে এসে শ্রীলংকার অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করেন সিরাজ।

৩ ওভারে মাত্র ৫ রানে ৫ উইকেট শিকার করেন সিরাজ। তার অবিশ্বাস্য বোলিংয়ে ৫.৪ ওভারে মাত্র ১২ রানে ৬ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে শ্রীলংকা।

ইনিংসের প্রথম ওভারে ওপেনার কুশাল পেরেরাকে উইকেটের পেছনে ক্যাচ তুলতে বাধ্য করেন জসপ্রিত বুমরাহ। চতুর্থ ওভারে বোলিংয়ে এসেই লংকান ব্যাটিং লাইনআপ ভেঙ্গে চুরমার করে দেন মোহাম্মদ সিরাজ। ওই ওভারে মাত্র ৪ রানে ৪ উইকেট শিকার করেন সিরাজ।  

সিরাজের করা দ্বিতীয় ওভারের প্রথম বলেই ক্যাচ তুলে দিয়ে ফেরেন ওপেনার পাথুম নিশাঙ্কা। ওভারের তৃতীয় বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন সাদিরা সামারাবিক্রমা।

চতুর্থ বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন চারিথা আসালঙ্কা। সিরাজের হ্যাটট্রিক বলে বাউন্ডারি হাঁকান ধনাঞ্জয়া ডি সিলভা। ওভারের শেষ বলে উইকেটের পেছেনে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ডি সিলভা।

ইনিংসের চতুর্থ ওভারে মোহাম্মদ সিরাজ ৪ রান খরচায় শিকার করেন ৪ উইকেট। তার সেই ওভারেই জয়ের স্বপ্ন ভেঙ্গে যায় লংকানদের।

এরপর ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসে চতুর্থ বলে মোহাম্মদ সিরাজ বোল্ড করেন লংকান অধিনায়ক দাসুন শানাকাকে। তার বিদায়ে ৫.৪ ওভারে মাত্র ১২ রানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় শ্রীলংকা।

রোববার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে খেলা শুরু হয় ৪০ মিনিট পর। তবে খেলার দৈর্ঘ কমেনি। আর বৃষ্টি না হলে খেলা ৫০ ওভারেই হবে।

শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এশিয়া কাপের ১৬তম আসরের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। এশিয়া কাপের গত আসরের শিরোপা জিতে নেয় লংকানরা। এবার টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বপ্ন দেখছে তারা।

এশিয়া কাপের গত১৫ আসরের মধ্যে ভারত সর্বোচ্চ সাতবার শিরোপা জিতে। ছয়বার শিরোপা জিতে নেয় শ্রীলংকা। আর পাকিস্তান জিতে ২ বার। বাংলাদেশ তিনবার ফাইনালে খেললেও শিরোপা জিততে পারেনি।

খেলা বিভাগের আরো খবর
এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহর বাংলাদেশের

এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহর বাংলাদেশের

সব উড়িয়ে দিয়ে সাকিবের সবশেষ অবস্থা জানালেন শান্ত

সব উড়িয়ে দিয়ে সাকিবের সবশেষ অবস্থা জানালেন শান্ত

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

তামিমের পক্ষ নিয়ে যা বললেন রোহিত শর্মা

তামিমের পক্ষ নিয়ে যা বললেন রোহিত শর্মা

এবারের বিশ্বকাপ মাতাবেন যে ৫ কনিষ্ঠ ক্রিকেটার

এবারের বিশ্বকাপ মাতাবেন যে ৫ কনিষ্ঠ ক্রিকেটার

পাকিস্তানি ক্রিকেটারের লজ্জার রেকর্ড!

পাকিস্তানি ক্রিকেটারের লজ্জার রেকর্ড!