ঢাকা মঙ্গলবার, ০৩ অক্টোবর, ২০২৩, ১৮ আশ্বিন ১৪৩০

পাক-লঙ্কা ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে ভারতের সঙ্গী হবে যে দল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ১০:৫৮ এএম
পাক-লঙ্কা ম্যাচ ভেস্তে গেলে ফাইনালে ভারতের সঙ্গী হবে যে দল

চলছে এশিয়া কাপের ১৬ তম আসর।এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কাকে ৪১ রানের বড় ব্যবধানে হারিয়েছে ভারত। এতে সরাসরি টুর্নামেন্টের ফাইনালে উঠে গেছে রোহিত শর্মার দল। ক্রিকেট পাকিস্তানের এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

এতে বলা হয়, ৪ পয়েন্ট নিয়ে ২০২৩ এশিয়া কাপের সুপার ফোর পর্বে শীর্ষে রয়েছে ভারত। তাদের পরবর্তী ম্যাচ রয়েছে বাংলাদেশের বিপক্ষে। ইতোমধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে টাইগাররা।   

সবশেষ ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে উড়ে গেছে পাকিস্তান। ২২৮ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। তবে এখনও মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ের ফাইনালে খেলার সুযোগ রয়েছে বাবর আজমদের।

এই রাউন্ডে প্রথম ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে পাকিস্তান। এখন বাবরদের হাতে আর একটি ম্যাচ রয়েছে। তাতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।

এখন পর্যন্ত সুপার ফোরে দুটি করে ম্যাচ খেলেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ১ জয় ও ১ হারে ২টি করে পয়েন্ট অর্জন করেছে উভয় দল।

ফলে আগামী বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) পাক-লঙ্কার দ্বৈরথ অঘোষিত সেমিফাইনালে পরিণত হয়েছে। ওই মহারণে যারা জিতবে-তারাই শিরোপা নির্ধারণী ম্যাচে খেলার টিকিট পাবে।  

তবে বৃষ্টির কারণে ম্যাচটি ভেস্তে গেলে ফাইনালে নাম লেখাবে শ্রীলঙ্কা। কারণ, নেট রান রেটে (-০.২০০) এগিয়ে রয়েছে স্বাগতিকরা। পাকিস্তানের যা (-১.৮৯২)।

গোনিউজ২৪/আর এ জে

খেলা বিভাগের আরো খবর
এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহর বাংলাদেশের

এবারের বিশ্বকাপে সবচেয়ে বড় কোচিং বহর বাংলাদেশের

সব উড়িয়ে দিয়ে সাকিবের সবশেষ অবস্থা জানালেন শান্ত

সব উড়িয়ে দিয়ে সাকিবের সবশেষ অবস্থা জানালেন শান্ত

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

ব্যাটিং ব্যর্থতায় ধুঁকছে বাংলাদেশ

তামিমের পক্ষ নিয়ে যা বললেন রোহিত শর্মা

তামিমের পক্ষ নিয়ে যা বললেন রোহিত শর্মা

এবারের বিশ্বকাপ মাতাবেন যে ৫ কনিষ্ঠ ক্রিকেটার

এবারের বিশ্বকাপ মাতাবেন যে ৫ কনিষ্ঠ ক্রিকেটার

পাকিস্তানি ক্রিকেটারের লজ্জার রেকর্ড!

পাকিস্তানি ক্রিকেটারের লজ্জার রেকর্ড!