ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সৌদি আরবের পথে কি তাহলে সালাহ–আলিসনও


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ১৭, ২০২৩, ১১:৪০ এএম
সৌদি আরবের পথে কি তাহলে সালাহ–আলিসনও

সৌদি–আতঙ্ক ভর করেছে ইউরোপিয়ান ক্লাবগুলোর মধ্যে। ইউরোপ থেকে একের পর এক শীর্ষ তারকাদের কিনে নিয়ে যাচ্ছে সৌদি ক্লাবগুলো। সর্বশেষ ব্রাজিলিয়ান তারকা নেইমারকে পিএসজি থেকে কিনে তোলপাড় ফেলেছে সৌদি ক্লাব আল হিলাল। নেইমার সৌদি আরবে যাওয়ার পর এখন নিজেদের কোনো খেলোয়াড়কেই নিরাপদ ভাবছে না ইউরোপিয়ান ক্লাবগুলো।

যে ইউরোপ একসময় ফুটবলের সেরা তারকাদের পছন্দের জায়গা হিসেবে বিবেচিত হতো, তারা এখন কেন্দ্রচ্যুত হওয়ার হুমকিতে পড়েছে। নেইমারের পর এখন আরও দুই ফুটবল তারকার ইউরোপ ছাড়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে। সেই দুই তারকা হলেন লিভারপুলের মোহাম্মদ সালাহ ও গোলরক্ষক আলিসন বেকার। তবে দলের অন্যতম সেই দুই তারকাকে এ মুহূর্তে ছাড়ার কোনোর পরিকল্পনা নেই ‘অল রেড’দের। ২০১৭ সালে এসএ রোমা থেকে লিভারপুলে আসেন সালাহ, পরের বছর একই ক্লাব থেকে অ্যানফিল্ডের ক্লাবটিতে যোগ দেন আলিসন।

লিভারপুল থেকে এরই মধ্যে ফাবিনিও, রবার্তো ফিরমিনো ও জর্ডান হেন্ডারসন পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। সালাহর প্রতি সৌদি ক্লাব আল ইত্তিহাদ আগ্রহ দেখিয়েছিল আরও আগে। সে সময় তারা নাকি ১৮ কোটি ইউরোর প্রস্তাবও দিয়েছিল। কিন্তু সালাহর সৌদি আরবের ক্লাবে যাওয়ার গুঞ্জন উড়িয়ে দেয় তাঁর এজেন্ট রামি আব্বাস। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে তিনি জানান, ‘সালাহ লিভারপুলের প্রতি দায়বদ্ধ। যদি সে এ বছর দল ছাড়ত, তবে আমরা গত বছর তার চুক্তি নবায়ন করতাম না।’

এরপর সালাহকে দলে টানা নিয়ে কথা বলেছিলেন লিভারপুল কিংবদন্তি ও আল ইত্তিফাক কোচ স্টিভেন জেরার্ড। সে সময় সালাহকে কিনতে চান কি না, এমন প্রশ্নের জবাবে জেরার্ড বলেছিলেন, ‘না না না। উত্তর হচ্ছে, না। কারণ, সালাহ আমার পছন্দের খেলোয়াড়। আমি লিভারপুলকে ভালোবাসি। তাই মোহাম্মদ সালাহ যেখানে আছে, সেখানে থাকতে পারে। যখন সে লিভারপুলের হয়ে আরও লিগ ও চ্যাম্পিয়নস লিগ জিতবে, তখন হয়তো আমরা তাকে বিবেচনা করব।’

কিন্তু দলবদলের বাজারে কোনো কিছুই নিশ্চিত করে বলা যায় না। ইউরোপিয়ান একাধিক সংবাদমাধ্যম জানিয়েছে, সৌদি প্রো লিগের ক্লাব আল নাসর, আল হিলাল, আল আহলি ও আল ইত্তিহাদ নাকি সালাহর সঙ্গে যোগাযোগ করেছে। শুধু অবশ্য সালাহ নয়, তারা নাকি লিভারপুল গোলরক্ষক আলিসনকেও নেওয়ার চেষ্টা করছে। তবে দুই ফুটবলারের সৌদি আরব যাওয়ার আগ্রহ নিয়ে ভিন্ন খবরই দিয়েছে ইউরোপিয়ান সংবাদমাধ্যমগুলো।

কোনো পত্রিকা লিখেছে, এখন পর্যন্ত সালাহ-আলিসন দুজনই নাকি লিভারপুলে খুশি আছেন এবং এ মুহূর্তে তাঁদের অ্যানফিল্ড ছাড়ার কোনো ইচ্ছা নেই। আবার কোথাও লেখা হয়েছে, সৌদি আরবকে এরই মধ্যে সবুজসংকেত দিয়ে দিয়েছেন সালাহ। তিনি নাকি এবারের দলবদলে ক্লাব ছেড়ে যাওয়ার ব্যাপারে তাঁর এজেন্টকে আলাপ শুরু করতে বলেছেন।

দলবদলের বাজারে অবশ্য চূড়ান্ত হওয়ার আগপর্যন্ত কোনো খবরই নিশ্চিত নয়। এখন সালাহ-আলিসনের ভাগ্যে কী ঘটবে, তা জানতে তাই আরও কিছু সময় অপেক্ষা করতেই হবে।

গোনিউজ২৪/আর এ জে

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ