ঢাকা রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১

ম্যানসিটিকে হারিয়ে শিরোপা জিতল আর্সেনাল


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: আগস্ট ৭, ২০২৩, ০২:০৯ পিএম আপডেট: আগস্ট ৭, ২০২৩, ০৮:০৯ এএম
ম্যানসিটিকে হারিয়ে শিরোপা জিতল আর্সেনাল

কয়েকদিন পরই শুরু হয়ে যাবে জমজমাট ইংলিশ প্রিমিয়ার লিগ। তবে মৌসুম শুরুর আগেই একটি শিরোপা নির্ধারণী ম্যাচে মুখোমুখি হয়ে গেলো ট্রেবলজয়ী ম্যানচেস্টার সিটি এবং গত মৌসুমে শেষ দিকে এসে প্রিমিয়ার লিগের শিরোপা হারনো আর্সেনাল।

তুমুল লড়াই শেষে দুই দল শেষ পর্যন্ত থাকলো ১-১ গোলে সমতায়। যার ফলে চ্যাম্পিয়ন নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে বাজিমাত করে ফেলে আর্সেনালই।

নাটকীয় টাইব্রেকারে ম্যানসিটিকে ৪-১ ব্যবধানে হারিয়ে ইংলিশ কম্যুনিটি শিল্ডের শিরোপা জিতে নিলো আর্সেনাল। টাইব্রেকারে মুন্সিয়ানা দেখিয়েছে আর্সেনালই। এ ক্ষেত্রে পুরোপুরি ব্যর্থ ম্যানসিটি।

সিটিজেনদের হয়ে পেনাল্টি শট মিস করেছেন কেভিন ডি ব্রুইন, রদ্রির মত ফুটবলার। অন্যদিকে আর্সেনালের হয়ে মার্টিন ওডেগার্ড, লিয়ান্দ্রো ট্রোসার্ড, বুকায়ো সাকা, ফ্যাবিয়ো ভিয়েরা।

লন্ডনের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে অনুষ্ঠিত কম্যুনিটি শিল্প ফাইনালের এই ম্যাচটি সব সময়ই অনুষ্ঠিত হয় বন্ধুত্বের আবহে। কিন্তু রোববার রাতে আর্সেনাল এবং ম্যানসিটি ফুটবলারদের মধ্যে সেই বন্ধুত্বের আবহ ছিল কম। পুরোপুরি পেশাদার, প্রতিযোগিতামূলক মানসিকতারই প্রদর্শন হয়েছে।

বিশেষ করে গত মৌসুমের ইংলিশ প্রিমিয়ার লিগে দুই দলের তুমুল লড়াইয়ের রেশ রয়ে গেছে এখনও। শেষ তিন-চার রাউন্ডের আগ পর্যন্ত প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পথে এগিয়েছিলো আর্সেনাল। কিন্তু শেষ মুহূর্তে তাদের ব্যর্থতা এবং ম্যানসিটির দৃঢ়তা শিরোপা জিতে নেয় পেপ গার্দিওলার শিষ্যরাই।

তুমুল প্রতিদ্বন্দ্বীতার কারণে প্রথমার্ধে কোনো গোলের দেখাই মিলেনি। শুধু তাই নয়, ম্যাচের ৭৭ মিনিট পর্যন্ত কেউ কারো গোলের তালা খুলতে পারেনি। শেষ পর্যন্ত গোলের দেখা মেলে ৭৭তম মিনিটে, ম্যানসিটির অনুকূলে। পরিবর্তিত ফুটবলার কোল পালমারের দারুণ এক শট পরাস্ত করে আর্সেনাল গোলরক্ষক অ্যারোন রামসডেলকে।

তবে, ম্যাচের ভেতর সময়ক্ষেপণ হওয়ায় ইনজুরি সময় বাড়িয়ে দেয়া হয় অনেক। যার ফলে সমতায় ফেরার দারুণ সুযোগ পেয়ে যায় আর্সেনাল। ৯০+১১ মিনিটে গোল করে আর্সেনালকে সমতায় আনেন লিয়ান্দ্রো ট্রোসার্ড। ১-১ গোলে সমতা থাকার কারণে শেষ পর্যন্ত খেলা গড়ায় টাইব্রেকারে।

গোনিউজ২৪/আর এ জে

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ