ঢাকা শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আফগানদের বিপক্ষে টেস্ট দল গঠনে চলছে প্রস্তুতি


গো নিউজ২৪ | গোনিউজ২৪ ডেস্ক প্রকাশিত: মে ২৭, ২০২৩, ০৫:৩২ পিএম আপডেট: মে ২৭, ২০২৩, ১১:৩২ এএম
আফগানদের বিপক্ষে টেস্ট দল গঠনে চলছে প্রস্তুতি

এক টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টোয়েন্টির সিরিজ খেলতে আগামী ১০ জুন ঢাকায় আসছে আফগানরা। সিরিজের একমাত্র টেস্টটি হবে ১৪ জুন, মিরপুরে।

সাদা পোশাকে আফগানিস্তানের বিপক্ষে হারের স্মৃতি, প্রতিপক্ষের শক্তিমত্তা আর সাকিব না থাকায় টেস্ট দল গঠনে পরীক্ষার মুখে পড়তে হচ্ছে টাইগার ম্যানেজমেন্টকে। পছন্দের উইকেট বানানোর পাশাপাশি সেরা দল নিয়ে আফগান বধের প্রত্যয় বাংলাদেশের।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে সেরা টিম কম্বিনেশন তৈরিতে দল নির্বাচনে হোমওয়ার্ক চলছে নির্বাচক প্যানেলের। সাকিব না থাকার শূণ্যতা কাজ করলেও সেরা দল নিয়ে প্রত্যাশা মতো পারফরম্যান্স করতে আত্মবিশ্বাসের কমতি নেই।

আফগানদের শক্তি বিবেচনায় পরীক্ষা-নিরীক্ষার পক্ষেও নয় টাইগার টিম ম্যানেজমেন্ট। ব্যাটিং অপশনে তামিম-লিটন-মুশফিক-শান্ত অটো চয়েজ। অভিষেক টেস্টে সেঞ্চুরি পাওয়া জাকির জানান দিয়েছেন সাদা পোশাকে অনেক দূর যেতে চান তিনি।

বাকি ব্যাটারদের মধ্যে লড়াইটা মুমিনুল-সোহান-রাব্বিদের মাঝে। ম্যাচ প্রস্তুতি সারতে এ দলের তৃতীয় টেস্টে ডাক পেয়েছেন এই তিন ব্যাটার। আফগান টেস্টে চমকের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন হাবিবুল বাশার। সেই ভাবনায় পরিবর্তন এলে সুযোগ মিলতে পারে শাহাদাত দিপুর।

এদিকে স্পিনে তাইজুলের সাথে মিরাজ, আর পেস অ্যাটাকে তাসকিন-এবাদত-খালেদ-শরিফুল। যদিও কন্ডিশন বিবেচনায় পেসার কম রাখার ইঙ্গিত দিয়েছেন প্রধান নির্বাচক।

মিরপুরে গত কয়েকদিনের অনুশীলনে ব্যাট হাতে বেশি সময় কাটিয়েছেন মেহেদি মিরাজ। অলরাউন্ড ভূমিকায় আপাতত তার বিকল্প নেই টাইগার স্কোয়াডে। সাদা পোশাকে টাইগারদের পারফরম্যান্স দু:শ্চিন্তার কারণ। গেলো একবছর হোম-অ্যাওয়ে মিলিয়ে মোট সাতটি টেস্ট খেলেছে বাংলাদেশ, একমাত্র সাফল্য আইরিশদের বিপক্ষে, ইনিংস পরাজয় ছাড়া বাকি অর্জন হতাশার।

এদিকে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশপের দ্বিতীয় সংস্করণেও বিবর্ণ টিম টাইগার্স। ১২ টেস্টের দশটিতেই হার, অবস্থান টেবিলের তলানিতে। যদিও মাউন্ট মঙ্গানুইয়ে কিউয়িদের হারিয়ে সবাইকে চমকে দিয়েছিলো মুমিনুলের দল।

মিরপুরে ভারতের বিপক্ষে হার না মানার মানসিকতায় আফগান বধের আশা দেখছে বাংলাদেশ। তবে সেরা দল গঠনের সাথে সেরা পারফরম্যান্সের চ্যালেঞ্জ থাকছেই।

আফগানদের এ সফর হবে দুই ধাপে। একমাত্র টেস্ট শেষ করে ১৯ জুন তারা যাবে ভারতে। এরপর বাংলাদেশে ফিরবে ১ জুলাই। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম ওয়ানডে হবে ৫ জুলাই। একই স্টেডিয়ামে ৮ জুলাই দ্বিতীয় ও ১১ জুলাই হবে তৃতীয় ওয়ানডে।

সেখান থেকে ১২ জুলাই সিলেট যাবে দুই দল। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৪ ও ১৬ জুলাই হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

গোনিউজ২৪/আর এ জে

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ