ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আল হিলালে যাচ্ছেন মেসি, বড় অঙ্কের চুক্তি সম্পূর্ণ: এএফপি


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ৯, ২০২৩, ০৭:০২ পিএম আপডেট: মে ৯, ২০২৩, ০৮:২২ পিএম
আল হিলালে যাচ্ছেন মেসি, বড় অঙ্কের চুক্তি সম্পূর্ণ: এএফপি

ক্রিশ্চিয়ানো রোনালদোর পর এবার সৌদি আরবে পাড়ি জমানো প্রায় নিশ্চিত করে ফেলেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। সৌদি প্রো লিগের ক্লাব আল হিলালের সঙ্গে চুক্তি চূড়ান্ত করেছেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা এএফপি, ব্রিটিশ মিডিয়া ডেইলি মেইল।

শুধু তাই নয়, ক্রীড়া ইতিহাসে সবচেয়ে বড় চুক্তিটি করেছেন মেসি। সৌদি ক্লাব আল হিলালের সঙ্গে প্রায় ৭ হাজার কোটি টাকার চুক্তিতে স্বাক্ষর করেন মেসি।

তারা বলেছে, সৌদি ক্লাব আল হিলালে বড় অঙ্কের চুক্তি সেরে ফেলেছেন আর্জেন্টাইন অধিনায়ক। আগামী মৌসুমে বিশ্বকাপ জয়ীর খেলার নিশ্চয়তাও দিচ্ছে তারা। তেমনটা হলে চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হচ্ছে তার। সৌদি আরবে পর্তুগিজ যুবরাজ খেলছেন আল নাসরে।  

বার্তা সংস্থা এএফপিকে এমন তথ্য দিয়েছেন চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট একজন। নাম প্রকাশে অনিচ্ছুক এই সূত্র বলেছেন, ‘মেসি চুক্তি সেরে ফেলেছেন। আগামী মৌসুমে সৌদি আরবেই তিনি খেলবেন।’

ব্রিটিশ মিডিয়া ডেইলি দাবি করছে, এরই মধ্যে আল হিলালের সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং শুধু মেসির জন্যই সৌদি ক্লাবটি খরচ করবে ৫২২ মিলিয়ন ব্রিটিশ পাউন্ড (প্রায় সাত হাজার কোটি টাকা)।

তবে চুক্তির ব্যাপারে বিস্তারিত জানাতে পারেননি তিনি। শুধু বলেছেন, ‘বলতে পারেন চুক্তিটা ব্যতিক্রমী। অনেক বড়। আমরা এখন ছোট কিছু বিষয় চূড়ান্ত করার পর্যায়ে।’

এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে চাওয়া হয়েছিল পিএসজির। তারা শুধু বলেছে, মেসি এখনও ফরাসি ক্লাবটিতেই চুক্তিবদ্ধ আছেন। যার মেয়াদ ৩০ জুন পর্যন্ত।

পিএসজির আরেকটি সূত্র আবার বলেছে, ‘তার চুক্তি নবায়নের ইচ্ছা থাকলে সেটা আগেই হয়ে যেত।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ