ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএলে যোগ দিতে বিপিএল ছাড়লেন রাসেল


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ৫, ২০২২, ১১:১৬ এএম
আইপিএলে যোগ দিতে বিপিএল ছাড়লেন রাসেল

বিপিএলের মাঝপথেই যুক্তরাষ্ট্র ফিরে যাচ্ছেন মিনিস্টার ঢাকার অলরাউন্ডার আন্দ্রে রাসেল। আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে বিপিএল ছাড়ছেন তিনি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কলকাতার প্রস্তুতি ক্যাম্প শুরু হবে। সেখানে যোগ দিতেই বিপিএলের মাঝপথে চলে যেতে হচ্ছে এই জ্যামাইকান অলরাউন্ডারের। আগামীকাল রাতে যুক্তরাষ্ট্রের বিমান ধরবেন তিনি।  

আজ কুমিল্লা ভিক্টোরিয়ানসের বিপক্ষে ম্যাচটি ছিল রাসেলের শেষ ম্যাচ। কিন্তু ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ায় হতাশ হয়েছেন রাসেল। দল ছাড়ার আগে তিনি বলেছেন, ‘আমার শেষ ম্যাচটা আজ বৃষ্টিতে ভেসে গেল। আমি ড্রে-রাস যা করি সেটা করতে চাচ্ছিলাম; সেটা হলো সবাইকে বিনোদন দেওয়া, ভালো সময় কাটানো, ভালো একটা বিদায় নেওয়া। বৃষ্টির জন্য তা হলো না।’

টুর্নামেন্টের বাকি সময়ের জন্য মাহমুদউল্লাহদের শুভকামনা জানিয়েছেন রাসেল, ‘সবাইকে শুভকামনা জানাচ্ছি। আমরা শিরোপা জেতার মতো দল। মিনিস্টার ঢাকার সমর্থকেরা সমর্থন জুগিয়ে যান। ডালাসে থেকে আমিও সমর্থনে অংশ নেব। টুর্নামেন্টের আরও অর্ধেক বাকি। একটু আগেই চলে যেতে হচ্ছে। তবে ফিটনেস নিয়ে কিছু কাজ করতে হবে। অনেক উপভোগ করেছি। দারুণ একটা দল ঢাকা, তাদের কাপ জেতার সামর্থ্য আছে। আমার জন্য দোয়া করবেন, ইনশা আল্লাহ।’

এবারের বিপিএলে ঢাকার হয়ে ছয়টি ম্যাচ খেলেছেন রাসেল। চার ইনিংসে ব্যাট করে ৬১ রান করেছেন এই মারকুটে ব্যাটসম্যান। ব্যাটিংয়ের দিক থেকে নিজের সেরা ছন্দে না থাকলেও ৮ উইকেট নিয়ে বল হাতে অবদান রেখেছেন রাসেল।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ