ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

 আকাশছোঁয়া বেতনে রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তি


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ১২:১৬ পিএম
 আকাশছোঁয়া বেতনে রিয়ালের সঙ্গে এমবাপ্পের চুক্তি

দলবদলের মৌসুমে কত গুঞ্জনই তো ওড়াউড়ি করে। যেখানে কিলিয়ান এমবাপ্পে বড় এক চরিত্র। গত কয়েক মৌসুম ধরে এই ফরাসি তারকার রিয়াল মাদ্রিদে যাওয়া নিয়ে কত আলোচনা যে হয়েছে, হিসাব দেওয়া কঠিন। দলবদলের আলোচনা এলেই রিয়াল-এমবাপ্পে প্রসঙ্গ আসা যেন আবাশ্যক। এবার সম্ভবত ইতি টানছে এই আলোচনার। ফরাসি ফরোয়ার্ড নাকি এরই মধ্যে রিয়ালের সঙ্গে সমঝোতায় পৌঁছছে! জার্মান সংবাদমাধ্যম বিল্ড এই খবর ছেপে জানিয়েছে, চুক্তিতে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় হচ্ছেন এমবাপ্পে।

সামনের গ্রীষ্মে প্যারিস সেন্ত জার্মেইয়ের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এমবাপ্পের। এরপর ফ্রি এজেন্ট হয়ে যাবেন বিশ্বকাপ জয়ী তারকা। ফলে গ্রীষ্মের দলবদলে ফ্রি ট্রান্সফারে এমবাপ্পে রিয়ালে নাম লেখাতে যাচ্ছেন বলে দাবি বিল্ডের। জার্মান সংবাদমাধ্যমটি ছেপেছে, জুনের দলবদলের জানালা খোলার অপেক্ষায় থাকেনি রিয়াল। এমবাপ্পের সঙ্গে আগেই চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে তারা। আর এই চুক্তিতে আকাশছোঁয়া বেতন পাচ্ছেন ফরাসি তারকা।

২৩ বছর বয়সী ফরোয়ার্ড নাকি চুক্তি অনুযায়ী সান্তিয়াগো বার্নাব্যুতে বছরে ৫০ মিলিয়ন ইউরো বেতন পাবেন। বাংলাদেশি মুদ্রায় ৪৮২ কোটি টাকারও বেশি! যদি তা-ই হয়, তাহলে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হবেন এমবাপ্পে। বেতনের অঙ্কে ছাড়িয়ে যাবেন পিএসজির বর্তমান দুই সতীর্থ লিওনেল মেসি ও নেইমারকে।

এবারের চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল ও পিএসজি মুখোমুখি হচ্ছে। ফেব্রুয়ারি ও মার্চে দুই লেগের খেলা। এই ম্যাচ দুটি শেষ হওয়ার আগে রিয়াল ও এমবাপ্পে কোনও প্রকার আলোচনার বসতে পারবে না বলে এতদিন শোনা গিয়েছিল। কিন্তু এর মধ্যেই বিল্ড জানাচ্ছে, রিয়াল ও এমবাপ্পে চুক্তির ব্যাপারে সমঝোতায় পৌঁছেছে।

সেই ২০১৭ সাল থেকে এমবাপ্পের দিকে ‘নিশানা’ লাগিয়ে রেখেছে রিয়াল। এরপর থেকে হওয়া প্রত্যেকটা দলবদলে ফরাসি তরুণের বার্নাব্যুতে আসার গুঞ্জন শোনা গেছে। যদিও কখনও প্রস্তাব দেওয়া বা জমাট আলোচনা হয়নি। অবশেষে গত গ্রীষ্মের দলবদলে এমবাপ্পের জন্য তিন দফা প্রস্তাব পাঠিয়েছিল স্প্যানিশ ক্লাবটি। যদিও ইউরোপিয়ান মিডিয়ার খবর, পিএসজির প্রস্তাব নিয়ে আলোচনা তো দূরে থাক, তারা কোনও উত্তরই দেয়নি।

ফরাসি ক্লাবটির সিদ্ধান্ত স্পষ্ট। তারা কোনোভাবেই বিক্রি করবে না এমবাপ্পেকে। কিন্তু এবারের গ্রীষ্মে চুক্তির মেয়াদ শেষ হতে যাওয়া এই ফরোয়ার্ড যদি পার্ক ডু প্রিন্সেসে আর থাকতে না চান, তাহলে ফ্রি’তে ছেড়ে দিতে হবে। তাই এমবাপ্পেকে গত গ্রীষ্মেই বিক্রি করে দেওয়া উচিত ছিল বলে মনে করেন অনেকে। তবে পিএসজির বিশ্বাস, তারা এমবাপ্পেকে রাজি করাতে পারবে চুক্তি নবায়ন করার ব্যাপারে।

কিন্তু জার্মান পত্রিকাটি যে খবর দিচ্ছে, তা পিএসজির জন্য মোটেও ভালো খবর নয়!

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ