ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

হঠাৎ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে রহস্যজনক সিদ্ধান্ত, ক্ষুব্ধ মিরাজ


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২২, ০১:৫৬ পিএম আপডেট: জানুয়ারি ৩০, ২০২২, ০৭:৫৬ এএম
হঠাৎ চট্টগ্রাম চ্যালেঞ্জার্সে রহস্যজনক সিদ্ধান্ত, ক্ষুব্ধ মিরাজ

হঠাৎ করে রহস্যজনক সিদ্ধান্ত নিয়েছে বিপিএলের ফ্রাঞ্চাইজি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রাতারাতি অধিনায়ক বদলে ফেলল দলটি।

স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে অধিনায়কত্ব থেকে সরিয়ে এ দায়িত্ব দেওয়া হলো আরেক অলরাউন্ডার নাঈম ইসলামকে।

চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শনিবার সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে মিরাজের পরিবর্তে চট্টগ্রামের অধিনায়কত্ব করেছেন নাঈম।

আকস্মিক এ সিদ্ধান্তে যারপরনাই ক্ষুব্ধ মিরাজ। কারণ তার নেতৃত্বে জয়ের ধারাতেই ছিল দলটি। পাঁচ ম্যাচে তিন জয়ে চট্টগ্রামই এখন বিপিএলে পয়েন্ট তালিকার শীর্ষে। তবে কেন সরিয়ে দেওয়া হলো তাকে? কী কারণে এমন সিদ্ধান্ত এলো তাও স্পষ্ট করা হয়নি মিরাজের কাছে।

শুক্রবার খেলা শুরুর ঠিক আগে দুপুর ১২টার দিকে দলের ম্যানেজার ফাহিম মুনতাসির মিরাজকে ডেকে জানান, দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত তিনি অধিনায়কত্ব করতে পারবেন না।

এতে বেশ বিব্রত হয়ে মিরাজ নাকি আজ দল ছেড়ে ঢাকায় ফিরে আসতে পারেন।  তার ঘনিষ্ঠ এক সূত্র এমনটিই জানিয়েছে।

এ বিষয়ে চট্টগ্রাম দলটির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ইয়াসির আলম বলেন, মিরাজ যেহেতু দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার, তার ওপর থেকে চাপ কমাতেই  অধিনায়ক পরিবর্তন করার কথা বলে গেছেন কোচ পল নিক্সন। এটি নিক্সনের সিদ্ধান্ত। 

এদিকে কাউন্টি দল লেস্টারশায়ারের দায়িত্ব পালন করতে হঠাৎ দেশে ফিরে গেছেন নিক্সন।  তাই যাওয়ার আগে তিনি এ সিদ্ধান্ত দিয়েছেন কিনা তাও নিশ্চিত করা যাচ্ছে না।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ