ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

রানার আদর্শ আমির


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২২, ০৯:০৯ পিএম
রানার আদর্শ আমির

খুলনা টাইগার্সের বিপক্ষে ফরচুন বরিশালের জয়ের নায়ক মেহেদী হাসান রানা। বাঁহাতি এই পেসার মাত্র ১৭ রান খরচায় ৪ উইকেট নিয়েছেন। এমন পারফরম্যান্সের পর ম্যাচের সেরা খেলোয়াড়ও হয়েছেন তিনি।

ম্যাচ শেষে রানা জানিয়েছেন তিনি ক্রিকেটে পাকিস্তানের পেসার মোহাম্মদ আমিরকে আদর্শ মানেন। সেই সঙ্গে বিপিএলের এবারের আসরের সর্বোচ্চ উইকেট শিকারি হতে চান তিনি।

এ প্রসঙ্গে রানা বলেন, 'আমি যেতে চাই অনেক দূর। আমি আদর্শ মানি মোহাম্মদ আমিরকে। লক্ষ্য একটাই থাকে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার। প্রতি টুর্নামেন্টেই আমার লক্ষ্য থাকে সর্বোচ্চ উইকেট নেয়ার। এই টুর্নামেন্টেও লক্ষ্য একই থাকবে। যে ম্যাচগুলো আছে ম্যাচ বাই ম্যাচ যদি চিন্তা করি ইনশাল্লাহ সর্বোচ্চ উইকেট শিকারি হতে পারবো।'

বরিশালের দেয়া ১৪২ রানের লক্ষ্যে খেলতে নেমে মুশফিকুর রহিমের ব্যাটে জয়ের পথেই ছিল খুলনা। ম্যাচের ১৯তম ওভারে নিজের শেষ ওভার করতে আসেন রানা। নিজের শেষ দুই বলে মোহাম্মদ শরিফুল্লাহ ও মুশফিককে ফিরিয়ে খুলনার জয় কেড়ে নেন এই বাঁহাতি পেসার।

রানা জানিয়েছেন বিপিএলের প্রস্তুতির জন্য গত দেড় মাস নিজেকে তৈরি করেছেন। এজন্য নিজের কোচের সঙ্গে নিয়মিত কাজও করেছেন এই পেসার। বিপিএলে প্রথম ম্যাচ খেলতে নেমে তারই সুফল পেলেন রানা।

নিজের প্রস্তুতি নিয়ে এই পেসার বলেন, 'বোলিংয়ে উন্নতির জন্য আমি শেষ দেড় মাস বিসিএল খেলেছি। ওখানে জাকির স্যার ছিলেন। উনাকে নিয়ে কাজ করেছি। ওয়াইড ইয়র্কার, স্লোয়ার ও ইন সুইং নিয়ে কাজ করেছি। উইকেটের যে ধরনটা ছিল মনে হয়েছে যে এই উইকেটে স্লোয়ারটাই কার্যকর হবে বেশি। আমি সেটাই করেছি।'

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ