ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসল সত্য জানালেন তামিম


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২২, ১০:৪২ এএম
আসল সত্য জানালেন তামিম

মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল ও মাশরাফির মতো তারকাদের এবং অভিজ্ঞদের নিয়ে  শক্তিশালী দল সাজিয়েছে মিনিস্টার ঢাকা। তবে মাঠের পারফরম্যান্সে এখনও পর্যন্ত নিজেদের স্বরুপ দেখাতে পারছে না দলটি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ঢাকার প্রথম পর্বে খেলা চার ম্যাচে মাত্র একটি ম্যাচ জিতেছে তারা। মঙ্গলবারে কাগজে কলমে তুলনামূলক দুর্বল দল সিলেট সানরাইজার্সের কাছে ৭ উইকেটে হেরেছে দলটি।

আজকের ম্যাচে ভয়াবহ ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিয়ে মাত্র ১০০ রানেই অলআউট হয়ে গেছে মিনিস্টার ঢাকা। আগের তিনদিনও প্রথম ম্যাচগুলোতে দেখা গেছে বেশি রান করতে পারেনি কোনো দল। এখন পর্যন্ত দিনের প্রথম চার ম্যাচে দলীয় গড় মাত্র ১১২.৫০; যার পেছনে উইকেটকেই দায় দিচ্ছেন অনেকে।

তবে এমন কিছু মানছেন না ঢাকার তারকা ওপেনার তামিম ইকবাল। নিজেদের ব্যর্থতার কথা এক বাক্যে মেনে নিয়েছেন তিনি, ‘আমরা ভালো ক্রিকেট খেলছি না। তিনটা ম্যাচেই... চারটা ম্যাচেই। যেটা জিতেছি, সেটিও ভাগ্যক্রমে জিতেছি। এমন না যে আমরা ভালো খেলেছি।’

তামিম আরও যোগ করেন, ‘আমাদের বোলিংটা ভালো ছিল, কিন্তু ব্যাটিং তেমন একটা ভালো ছিল না। এটিই কারণ। এখানে উইকেট বা অন্য কোনো কিছুকে দোষ দিয়ে লাভ নেই। অন্য দিনে সকালের উইকেটের তুলনায় আজকেরটা ভালো ছিল। আমরা ভালো ব্যাটিং করিনি।’

প্রথম চার ম্যাচের তিনটিতেই হেরে যাওয়ায় প্লে-অফের সমীকরণ বেশ কঠিন হয়ে গেল ঢাকার জন্য। বাকি থাকা ছয় ম্যাচে অন্তত ৪টি জিততেই হবে তাদের। এরপর আবার তাকিয়ে থাকতে হবে অন্য দলগুলোর দিকে। বাস্তবতা মেনে নিয়ে পরের ম্যাচগুলোর দিকেই তাকাচ্ছেন তামিম।


তিনি বলেছেন, ‘সত্যি বলতে, আমাদের জন্য কঠিন হয়ে যাচ্ছে। ৪ ম্যাচে ১ জয়। বাকি ৬ ম্যাচে বেশিরভাগই জিততে হবে। হয়তো আরও ৪টি জিততে হবে কোয়ালিফাই করতে। আমাদের সামনে কঠিন পথ, তবে অসম্ভব নয়। আমরা ভালো দল, কোয়ালিটি প্লেয়ার আছে। কিন্তু দল হিসেবে পারফর্ম করতে পারছি না।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ