ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তামিম


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২১, ১২:১৫ পিএম
সাকিবের সঙ্গে দ্বন্দ্ব নিয়ে মুখ খুললেন তামিম

কিছুদিন আগে দেশের খ্যাতিমান ক্রীড়া সাংবাদিক উৎপল শুভ্র’র ওয়েবসাইট ‘উৎপল শুভ্র ডট.কম’-এ দেওয়া এক সাক্ষাতকারে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বলেছিলেন পঞ্চপান্ডবদের সম্পর্কটা খুব ভালো নেই। সেই সঙ্গে স্বীকার করেছিলেন একসময়ের ঘনিষ্ঠ বন্ধু তামিমের সঙ্গে তার সম্পর্কের অবনতির কথাও। সাকিব বলেছিলেন, ‘রুবেল কিছু স্ট্যাটাস লেখে না? যেমন জাতীয় ফল খেতে গেলে হাতে তেল মাখাতে হয়… এই জিনিসগুলা আসলে এরকম।’ এছাড়া পঞ্চপাণ্ডবের মাঝে সম্পর্কের টানাপোড়েনের কারণে দেশের ক্রিকেটের ক্ষতির কথাও স্বীকার করেছিলেন। এবার তামিম ইকবালও একই স্বীকারোক্তি দিয়েছেন।

দেশের সেরা ওপেনার এখন চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন। পাঁচ মাস ধরে তিনি মাঠের বাইরে। সাকিবের সঙ্গে সম্পর্কের অবনতি প্রসঙ্গে একই ওয়েবসাইটকে তামিম বলেছেন, ‘এই বন্ধুত্বও আপনারা বানিয়েছেন, এই সম্পর্ক খারাপও কিন্তু আপনারাই বানিয়েছেন। আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলি। গ্যারান্টি দিয়ে বলে দেব, ওয়ার্ল্ডে কোনো টিম নেই, যারা ১১ জন হ্যাপি ফ্যামিলির মতো থাকে। কারও না কারও সাথে কোনো না কোনো কিছু থাকবেই। মাঠের মধ্যে কেউ মন খারাপ করে আছে কি না, রাগ করে আছে কি না, এটা হলো সবচেয়ে ইম্পর্ট্যান্ট জিনিস।’
 
এদিকে এবারের বিপিএলে একই দলে খেলবেন তামিম ও রিয়াদ। সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে গুঞ্জন ছিল মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে সম্পর্ক ভালো নেই তামিম ইকবালের। পুরনো সেই ইস্যুতে মুখ খুলেছেন তামিম। বাংলাদেশ ওয়ানডে দলের অধিনায়ক বলেন, দেখুন যদি ব্যাপারটা এমনই হতো তাহলে আমি আজকের নিলামে আসতাম না। ছোট একটা গল্প বলি তাহলেই আসা করি উত্তর পেয়ে যাবেন। আমাকে ঢাকার দলে রিয়াদ ভাই নিয়েছেন। দলে নেওয়ার পর রিয়াদ ভাই ফোন দিয়ে বললেন- ‘তুই একটু তাড়াতাড়ি আয়’। আমাদের মধ্যে যদি সম্পর্ক এতই খারাপ হতো তাহলে তো আমি এখানে আসতাম না, তাই না? (হাসি)।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ