ঢাকা বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১২ আশ্বিন ১৪৩০

ওরা আমার বন্ধু: মাশরাফি


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২১, ০১:৩৪ পিএম আপডেট: ডিসেম্বর ২০, ২০২১, ০৫:৩৪ পিএম
ওরা আমার বন্ধু: মাশরাফি

ব্যাট-প্যাড আলমারিতে রেখে তিনি এখন পুরোদস্তুর রাজনীতিবিদ। শৈশব যেখানে কেটেছে সেখানকার জনপ্রতিনিধি। ছিলেন বিশ্বে ক্রিকেটে দেশকে রিপ্রেজেন্টকারী, বর্তমানে নিজের এলাকা নড়াইলকে আদর্শ নগরী হিসেবে গড়তে চালাচ্ছেন প্রাণপন প্রচেষ্টা। তিনি আর যাই হোন না কেন শৈশব-কৈশরের বন্ধুদের সঙ্গে রেখেছেন সর্ম্পক, রাখেন যোগাযোগ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় মাশরাফির একটি ছবি ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, তার বাল্যবন্ধু রবি জুতা সেলাই করছেন। হুডি ও মাস্ক পরে পায়ের ওপর পা তুলে পাশে বসে গল্প করছেন মাশরাফি। নড়াইল শহরে জুতা সেলাইয়ের কাজ করে রবি। শহরের চৌরাস্তায় দাঁড়িয়ে রবির নাম বললে, একনামে সকলেই তাকে চিনবে। একটি মেহগনী গাছের নিচে বসে সকাল থেকে রাত অবদি অন্যের পায়ের জুতা-স্যান্ডেল সেলাই বা পালিশ করেই যার নিজের এবং পরিবারের অন্যদের পেট চলে। সেই বন্ধুর সঙ্গেই সময় পেলে আড্ডায় মেতে উঠেন মাশরাফি।

রবি বলেন, ‘আমি মুচি, জুতা স্যান্ডেলের কাজ করি চুরি তো করি না। আমার বন্ধু মাশরাফি এমপি ও ক্রিকেট তারকা। সে যতটা পারে আমাদের সাহায্য করে। সে নড়াইলে আসলে আমার সঙ্গে দেখা করে। তেমনি শনিবারও এসেছিল। কে বা কারা ছবি তুলে ফেসবুকে দিয়েছে। এজন্যই এতো আলোচনা সমালোচনা। মাশরাফির সঙ্গে আমার বন্ধুত্ব আজীবনের।’

মাশরাফির আরেকজন বন্ধু সুমন। পেশায় ঝাড়ুদার। মাশরাফির পুরাতন বন্ধুদের মধ্যে একজন একসাথে ক্রিকেট খেলা থেকে শুরু করে সব সময় পাশে থাকতেন। মাশরাফি নড়াইলে আসলে বা ঢাকায় থাকলেও, সকলের সাথে যোগাযোগ রাখেন। সময় পেলেই চলে আসে নড়াইলে। সুমন বলেন, ‘ছোটবেলা থেকেই আমরা একসাথে চলাফেরা, খেলাধুলা করে বড় হয়েছি। মাশরাফি এখন আমাদের মতো মানুষের সাথে না মিশলেও তো পারে। কিন্তু নড়াইলে আসার আগেই মাশরাফি আমাদের সাথে যোগাযোগ করে, তবেই আসবে।’

মাশরাফি বলেন, ছোটবেলায় যাদের সঙ্গে খেলা করে চিত্রা নদীতে সাঁতার কেটে বড় হয়েছি তারা আমার বন্ধু। তারা যে পেশায় থাকুক তাতে কী আসে যায়।

খেলা বিভাগের আরো খবর
সব খুলে বলতে ভিডিওতে আসছেন তামিম ইকবাল

সব খুলে বলতে ভিডিওতে আসছেন তামিম ইকবাল

তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি

তামিমের বিশ্বকাপ দল থেকে বাদ পড়া নিয়ে যা বললেন মাশরাফি

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৩)

টিভিতে আজকের খেলা (২৭ সেপ্টেম্বর ২০২৩)

তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ

তামিমকে ছাড়াই বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ

জাতীয় দলের ম্যানেজার থেকে সরে গেলেন নাফিস ইকবাল

জাতীয় দলের ম্যানেজার থেকে সরে গেলেন নাফিস ইকবাল

বিশ্বকাপ দলে থাকছেন না তামিম ইকবাল

বিশ্বকাপ দলে থাকছেন না তামিম ইকবাল