ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বাংলাদেশের প্রশংসা করে স্পিনারদের ধুয়ে দিলেন ইনজামাম


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ১০:২৮ এএম
বাংলাদেশের প্রশংসা করে স্পিনারদের ধুয়ে দিলেন ইনজামাম

টেস্ট ক্রিকেটে এক সেশনেই বদলে যেতে পারে পুরো ম্যাচের ভাগ্য। সেখানে পুরো ১২টি সেশন বাকি রয়েছে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার চট্টগ্রাম টেস্টে। তাই প্রথমদিনের খেলা দেখেই উপসংহার টানার উপায় নাই। তবু মাঠে গড়ানো ৮৫ ওভার নিয়ে ব্যাখ্যা-বিশ্লেষণ হতেই পারে।

বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই, খালি চোখেই বোঝা যাচ্ছে, চট্টগ্রাম টেস্টের প্রথম দিনটি বাংলাদেশের। যেখানে লিটন দাস ও মুশফিকুর রহিমের অবিচ্ছিন ২০৪ রানের জুটিতে বাংলাদেশ করেছে ৪ উইকেটে ২৫৩ রান। দিনের দ্বিতীয় ও তৃতীয় সেশনে কোনো উইকেটই নিতে পারেনি পাকিস্তান।

এমন এক দিনের পর বাংলাদেশের ব্যাটারদের প্রশংসাই করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। পাশাপাশি পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নৌমান আলির সমালোচনা করতে ছাড়েননি এ কিংবদন্তি ব্যাটার। নিজের ইউটিউব চ্যানেলে প্রথম দিনের খেলা নিয়ে আলোচনা করেছেন ইনজামাম।

যেখানে তিনি বলেন, ‘শুরুতেই চার উইকেট হারানোর পর যেভাবে লড়াই করেছে, অবশ্যই বাংলাদেশের ব্যাটাররা প্রশংসার প্রাপ্য। বিশেষ করে পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে। আমি মনে করি, ইয়াসির শাহর অভাববোধ করেছে পাকিস্তান। আমি জানি না, কেন তাকে বাদ দেওয়া হয়েছে।’

দলে থাকা দুই স্পিনারের সমালোচনায় ইনজামাম বলেন, ‘আমার মতে, দলের বর্তমান স্পিনার নৌমান ও সাজিদের অভিজ্ঞতার অভাব রয়েছে। শুরুতে চার উইকেট পড়ার পর তারা সেটি কাজে লাগাতে পারেনি। এই জায়গায় শাদাব খানকে নেওয়ার কথাও ভাবতে পারতো পাকিস্তান।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ