ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

জয়ের জন্য সেই দুইজনকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ২০, ২০২১, ১১:৪৬ এএম
জয়ের জন্য সেই দুইজনকে কৃতিত্ব দিলেন মাহমুদউল্লাহ

বন্ধু মাহমুদউল্লাহ রিয়াদের দু’টি বিষয় মোটিং পছন্দ হয়নি তামিম ইকবালের। যার একটি- স্কটল্যান্ডের বিপক্ষে একাদশে নাইম শেখকে উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে না নামানো। অপরটি দলের মূল বোলারদের অপব্যবহার।

বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে ওঠার গুরুত্বপূর্ণ ম্যাচের এক পর্যায়ে ৫৩ রানে ছয় উইকেট হারায় স্কটল্যান্ড। এরপর আফিফ হোসেনকে বোলিংয়ে আনেন অধিনায়ক মাহমুদউল্লাহ। সেই ওভারে ১০ রান নেন স্কটল্যান্ডের ব্যাটসম্যানরা। ম্যাচটিতে সুযোগ থাকা সত্ত্বেও দলের মূল পাঁচ বোলার দিয়েই ২০ ওভারের কোটা পূরণ করেননি রিয়াদ। আর এটাই আফসোসের কারণ ছিল তামিমের।
 
নগদ প্রেজেন্টস দ্য তামিম ইকবাল শো'তে বন্ধুর খুঁত এভাবেই ধরিয়ে দেন দেশ সেরা ওপেনার। আর আজ বন্ধুর সবগুলো পরামর্শ অক্ষরে অক্ষরে পালন করলেন রিয়াদও। একাদশে ভিড়ালেন নাইমকে। সুযোগ পেয়ে নাইমও দেখালেন ব্যাটিং ঝলক। মূলত তার ফিফটিতে ভর করে ১৫৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় বাংলাদেশ। অন্যদিকে রিয়াদ বোলিংয়ে দেখিয়েছেন আভিজাত্য। সবমিলিয়ে ২৬ রানে জয়। ব্যাপারটা বাহবা পাওয়ার মতোই।

ম্যাচ জিতেছে বাংলাদেশ। কিন্তু মহুরির চোখে এই জয়কে ভালো জয় বলা বেমানান। আর ক্যাপ্টেন রিয়াদও তাই আবেগের ভেলায় ভাসেননি। ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, ‘হ্যাঁ, আমরা জিতেছি। তবে আমি মনে করি আমাদের অনেক জায়গায় ইম্প্রুভের প্রয়োজন। তবে আমি মনে করি সবাই এই জয়ে খুশি।’

সাকিব ও নাঈমের জুটি নিয়ে বলেন, ‘সাকিব এবং নাইম দুর্দান্ত ব্যাটিং করেছে। তাদের পার্টনারশিপের সুবাধে আমরা ১৫০+ রান করতে সক্ষম হয়েছি। ’

বাজে বোলিং নিয়ে তিনি বলেন, নতুন বলে আমাদের আরো ভালো বোলিং করা উচিত ছিল। বিশেষ করে আমরা অনেকগুরো ওয়াইড দিয়েছি।

সর্বোপরি তিনি বলেন, আমাদের প্রথম ছয় ওভার ব্যাটিং-বোলিং আরো উন্নত করতে হবে।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ