ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সেই হার্ডহিটারকে একাদশে ফেরানো হচ্ছে, জানালেন কোচ


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২১, ০৯:৫১ এএম
সেই হার্ডহিটারকে একাদশে ফেরানো হচ্ছে, জানালেন কোচ

বিশ্বকাপ বাছাইয়ের প্রথম ম্যাচে বাংলাদেশ একাদশে ছিলেন না ওপেনার নাঈম শেখ। তার পরিবর্তে একাদশে জায়গা পেয়েছিলেন সৌম্য সরকার। দলে জায়গা পেয়েও নিজেকে প্রমাণে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সৌম্য। এরপরই নাঈমকে একাদশ থেকে বাদ দেওয়ার সমালোচনায় মেতেছে ক্রিকেট ভক্ত ও সংশ্লিষ্টরা। নাঈম শেখকে একাদশে না দেখে অবাকও হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।

বর্তমানে ওমানে অবস্থানরত পাপন সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাঈমের বাদ পড়া প্রসঙ্গে বলেন, ‘আমার সাথে মিটিংয়ে আজ আকরাম ছিল, আকরাম মিটিংয়ে এই প্রশ্ন করেছে। নাঈমকে সারা বছর ধরে খেলালেন, বিশ্বকাপের জন্য প্রস্তুত করলেন, তাহলে হঠাৎ করে নাঈম নেই কেন!’

বিসিবি সভাপতির অসন্তোষ প্রকাশের পরপরই জানা গেল ওমানের বিপক্ষেই একাদশে ফিরছেন নাঈম। এদিন সংবাদ সম্মেলনে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানালেন, ওমানের বিপক্ষে ম্যাচে একাদশে ফিরছেন নাঈম। একইসাথে জানিয়েছেন আগের ম্যাচে নাঈমকে না নেওয়ার কারণও। ডমিঙ্গো বলেন, ‘এটা খুবই কঠিন সিদ্ধান্ত ছিল। সৌম্য আগের ম্যাচে খেলেছে কারণ মাহমুদউল্লাহ রিয়াদ বল করতে পারত না। আমাদের হাতে আফিফ ছাড়া কোন ৬ষ্ঠ বোলিং অপশন ছিল না। তাই আমরা ভেবেছিলাম যদি শিশির প্রভাব ফেলে, স্পিনারদের অসুবিধা হয় আমাদের এমন কাউকে দরকার হবে যে কিনা সিম বোলিং করতে পারে।’

ডমিঙ্গো আরও বলেন, ‘সৌম্যই ছিল সেই ব্যক্তি। এটাই একমাত্র কারণ সৌম্যকে খেলানোর। নাঈম দারুণ ব্যাটিং করছে, তবে আমাদের একজন দরকার ছিল যে কিনা বোলিংয়ে বিকল্প হতে পারে। মাহমুদউল্লাহ এখন ফিট, আগামীকাল তার বল করার কথা। তখন নাইম একাদশে ফিরতে পারবে।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ