ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইপিএল: সর্বোচ্চ ৫ রান সংগ্রহকারীর তালিকায় চমক


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১, ১২:১১ এএম আপডেট: অক্টোবর ১৬, ২০২১, ১২:২৩ এএম
আইপিএল: সর্বোচ্চ ৫ রান সংগ্রহকারীর তালিকায় চমক

ফাইনাল ম্যাচে প্রথম ইনিংসের শেষ বলে ছক্কা হাঁকানোর চেষ্টা করেছিলেন চেন্নাই সুপার কিংসের ওপেনার ফাফ ডু প্লেসি। কিন্তু ধরা পড়ে যান লং অন ফিল্ডারের হাতে, তার ৫৯ বলের দুর্দান্ত ইনিংসের সমাপ্তি ঘটে ৮৬ রানে। আর চেন্নাইয়ের ইনিংস থামে ১৯২ রানে।

ইনিংস ব্রেকে চেন্নাইয়ের আরেক ওপেনার রুতুরাজ গাইকোয়াদ জানান, শেষ বলে ডু প্লেসি আউট হওয়ায় চেন্নাইয়ের সংগ্রহে ছয়টি রান কম যোগ হয়েছে। তবে ডু প্লেসির শেষ বলের সেই শটে ছক্কা না হওয়ার কারণেই আইপিএলে নিজের দ্বিতীয় আসরে সর্বোচ্চ রান সংগ্রাহকের অরেঞ্জ ক্যাপ পেয়ে গেছেন রুতুরাজ।

শুক্রবার আইপিএলের এবারের আসরের শেষ ম্যাচটি শুরুর আগে রুতুরাজের নামের পাশে ছিলো ৬০৩ রান আর ফাফ ডু প্লেসির সংগ্রহ ছিলো ৫৪৭ রান। অর্থাৎ দুজনের ব্যবধান ছিলো ৫৬ রানের। কিন্তু ফাইনালে ৮৬ রানের ম্যাচ জেতানো ইনিংসে এই ব্যবধান মাত্র ২ রানে নামিয়ে এনেছেন সাবেক প্রোটিয়া অধিনায়ক।

চেন্নাইয়ের হয়ে ইনিংস সূচনা করতে নেমে উদ্বোধনী জুটিতে ৬১ রান যোগ করেন দুই ওপেনার রুতুরাজ ও ডু প্লেসি। নবম ওভারে আউট হওয়ার আগে ৩২ রানের ইনিংস খেলেন রুতুরাজ। যার সুবাদে টপকে যান প্রথম পর্বে বাদ পড়ার আগে ৬২৬ রান করা লোকেশ রাহুলকে।

সুনিল নারিনের বলে সাজঘরে ফেরার পর চলতি আসরে রুতুরাজের সংগ্রহ দাঁড়ায় ৬৩৫ রান। পরে ডু প্লেসি খেলেন ৮৬ রানের ইনিংস। তবু ছাড়িয়ে যেতে পারেননি সতীর্থ ওপেনারকে। এই আসরে তার ব্যাট থেকে এসেছে ৬৩৩ রান। মাত্র ২ রানের ব্যবধানে এবারের আসরের অরেঞ্জ ক্যাপ জিতেছেন রুতুরাজ।


অথচ আইপিএলে রুতুরাজের এটি মাত্র দ্বিতীয় মৌসুম। ২০২০ সালের আসরে চেন্নাইয়ে হয়ে ছয় ম্যাচে তিন ফিফটির সাহায্যে ৫১ গড়ে ২০৪ রান করেছিলেন ২২ বছর বয়সী তরূণ। আর এবার পুরো মৌসুম খেলে ছাড়িয়ে গেলেন সবাইকে। যাকে কি না মাত্র ২০ লাখ রুপিতে কিনেছিলো চেন্নাই।

আইপিএলের এবারের আসরে সর্বোচ্চ রান সংগ্রাহক

১/ রুতুরাজ গাইকোয়াদ (চেন্নাই) - ১৬ ইনিংসে ৬৩৫ রান, ফিফটি ৪, সেঞ্চুরি ১, সর্বোচ্চ ১০১*
২/ ফাফ ডু প্লেসি (চেন্নাই) - ১৬ ইনিংসে ৬৩৩ রান, ফিফটি ৬, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৯৫*
৩/ লোকেশ রাহুল (পাঞ্জাব) - ১৩ ইনিংসে ৬২৬ রান, ফিফটি ৬, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৯৮*
৪/ শিখর ধাওয়ান (দিল্লি) - ১৬ ইনিংসে ৫৮৭ রান, ফিফটি ৩, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৯২
৫/ গ্লেন ম্যাক্সওয়েল (ব্যাঙ্গালুরু) - ১৫ ইনিংসে ৫১৩ রান, ফিফটি ৬, সেঞ্চুরি নেই, সর্বোচ্চ ৭৮

আইপিএলের গত আসরে পাঁচশর বেশি রান করেছিলেন ছয়জন ব্যাটসম্যান। কিন্তু এবার পাচঁজনই শুধু ছাড়িয়েছেন পাঁচশ রানের ঘর। তবে গতবার ছয়শর বেশি রান করেছিলেন শুধু রাহুল ও ধাওয়ান। এবার ছয়শর ঘর পেরিয়েছেন তিন ব্যাটসম্যান।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ