ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

রাসেল ফিট, ফাইনাল ম্যাচে সাকিবকে রাখা নিয়ে ডেভিড হাসির চূড়ান্ত সিদ্ধান্ত


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৫, ২০২১, ০৯:৫৮ এএম
রাসেল ফিট, ফাইনাল ম্যাচে সাকিবকে রাখা নিয়ে ডেভিড হাসির চূড়ান্ত সিদ্ধান্ত

চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বর্তমান সংস্করণে কলকাতা নাইট রাইডার্স একাদশে দীর্ঘদিন ব্রাত্য ছিলেন সাকিব আল হাসান। যাইহোক, অলরাউন্ডার তার ফেরার পর থেকে ধারাবাহিকভাবে পারফর্ম করছে। শিখর ধাওয়ানের দুর্দান্ত ক্যাচ দিয়ে সাকিব ম্যাচের সেরা ক্যাচের পুরস্কার পান।

যদিও দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে শেষ দুই কোয়ালিফায়ারে চার ওভারে একটি উইকেট না পেলেও এলিমিনেটরে ব্যাঙ্গালোরের বিপক্ষে বাউন্ডারি জয়ের দিকে নিয়ে যায়।

কলকাতার একদশে সাকিব নিয়মিত পারফর্ম করে যাচ্ছেন অলরাউন্ডার হিসেবে। তবে রাসেল ফাইনাল খেলার জন্য প্রায় ফিট হয়ে উঠেছ। তাতে কি হয়েছে, ফাইনালের জন্য সাকিবের উপরই আস্তা রাখছে কলকাতার টিম ম্যানেজমেন্টে।   

দিল্লির বিপক্ষে ম্যাচ জয়ের পর কলকাতার পরামর্শক ডেভিড হাসি সাকিবের ভূয়সী প্রশংসা করে জানান দলের জয়ে অবদান রাখা সাকিব একজন গুণী ক্রিকেটারও বটে। হাসির ভাষ্য, ‘’আমি মনে করি, ফাইনাল ম্যাচেও আমরা সাকিবকে পাচ্ছি।

আশা করি, সবাই ফাইনাল ম্যাচের জন্য থাকবেন। গত কয়েক ম্যাচে সাকিব দলকে অনেক কিছু দিয়েছে। দুইটি জয়ে দলে বড় অবদান রেখেছে। সে একজন গুণী খেলোয়াড়।‘’

কলকাতার টপ অর্ডারে নিয়মিত পারফর্ম করা ব্যাটসম্যানদের প্রতি আস্থা রাখলেও মিডল অর্ডারে বরাবরই ব্যর্থতার পরিচয় দিয়ে আসছেন দীনেশ কার্তিক, ইয়ন মরগানরা। তবে হাসি জানালেন মিডল অর্ডার নিয়ে না ভেবে এখন সামনের দিকেই এগিয়ে যাওয়ার সময়।

তিনি আরও বলেন, ‘’মিডল অর্ডার নিয়ে আমাদের দুশ্চিন্তা নেই। কারণ সেখানেই সব পরীক্ষিত খেলোয়াড়রা আছেন। কঠিন পিচে খেলা হচ্ছে, এটাই হয়তো তাদের পরীক্ষায় ফেলছে। ২০০ এর বদলে ১১০-১২০ স্ট্রাইকরেটে খেলতে হচ্ছে এখানে। এটা নিয়ে চিন্তা করছি না। আমরা আত্মবিশ্বাসী। যেকোনো কিছুই ঘটতে পারে।‘’   

তিনি আরও বলেন, ‘এটার জন্য দিল্লি ক্যাপিটালসের বোলারদের কৃতিত্ব দিতেই হচ্ছে। তারা দুর্দান্ত বোলিং করছিল। তবে ইয়ন মরগান, দীনেশ কার্তিক, সাকিব আল হাসানরা আগামী ম্যাচে আবার আত্মবিশ্বাসের সাথেই খেলতে নামবে। তারা নিজ দেশ ও আইপিএলের হয়ে ভালো খেলে এবং আগামী ম্যাচের দিকেই তারা দৃষ্টি রাখছে।‘

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ