ঢাকা শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আইপিএল: ফাইনালে সাকিব থাকবে কি না জানালো কেকেআর


গো নিউজ২৪ | খেলাধুলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০২:৩১ পিএম আপডেট: অক্টোবর ১৪, ২০২১, ০৮:৩১ এএম
আইপিএল: ফাইনালে সাকিব থাকবে কি না জানালো কেকেআর

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দ্বিতীয় পর্বের শুরুর দিকে কলকাতা নাইট রাইডার্সের মূল একাদশে সুযোগ পাননি সাকিব আল হাসান। আন্দ্রে রাসেল চোটের কারণে পরবর্তীতে ম্যাচ খেলার সুযোগ মেলে তাঁর। সুযোগ পেয়েই নিজেকে প্রমাণ করেন সাকিব। এ কারণে আসরের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে সাকিবকে একাদশে রাখার ইঙ্গিত দিয়েছেন ডেভিড হাসি।

আইপিএলের দ্বিতীয় পর্বে সাকিব প্রথম মাঠে নামার সুযোগ পান গত ৩ অক্টোবর। সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে সেই ম্যাচে ২০ রান দিয়ে এক উইকেট নিয়েছিলেন তিনি। পরের ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে এক ওভার বোলিং করে এক রান দিয়ে শিকার করেছিলেন এক উইকেট।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে ২৪ রান দিয়ে কোনো উইকেট পাননি সাকিব। তবে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারে কলকাতাকে জয় এনে দিয়েছিলেন তিনি। দ্বিতীয় কোয়ালিফায়ারে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ভালো বোলিং করায় ফাইনালে একদাশে সাকিবের থাকার সম্ভাবনা দেখছেন হাসি।

কলকাতার এই ব্যাটিং পরামর্শক বলেন, ‘আমরা পরের ম্যাচের জন্য মরগান, দীনেশ কার্তিক এবং সাকিবের ওপর পূর্ণ আস্থা অর্জন করতে পেরেছি। ওরা ওদের দেশ এবং আইপিএলে অসংখ্যবার নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে, তাই আমরা উদ্বিগ্ন নই। আমরা পূর্ণ আত্মবিশ্বাস নিয়ে দুবাই যাচ্ছি এবং আপনি কখনই জানেন না কী ঘটতে চলেছে।’

চোট কাটিয়ে রাসেল বোলিং শুরু করেছে। তবে ফাইনালে রাসেলকে খেলাতে হলে মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করতে হবে বলে জানিয়েছেন হাসি।

অস্ট্রেলিয়ার সাবেক এই ব্যাটসম্যান বলেন, ‘আন্দ্রে রাসেল খেলার আগে বোলিং করেছিল। সে সঠিক পথেই আছে। তাই আমি মনে করি সে হয়ত ফাইনালের জন্য বিবেচনায় থাকতে পারে। অবশ্য প্রথমে আমাকে মেডিকেল স্টাফদের সঙ্গে আলোচনা করতে হবে। কিন্তু সে সব অনুশীলন করছে, খেলার আগে প্রচুর প্রশিক্ষণ নিচ্ছে।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ