ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

 নুরুলের ক্যামিওতে বাংলাদেশের রানের পাহাড়


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৮, ২০২১, ১০:৪৭ পিএম
 নুরুলের ক্যামিওতে বাংলাদেশের রানের পাহাড়

বাংলাদেশ: ২০৭/৪  (২০ ওভার) (লিটন ৫৩, নাঈম ৬৩*, নুরুল ৪৯*) 

আজ (শুক্রবার) ওমান ‘এ’ দলের বিপক্ষে খেলছে লাল-সবুজের প্রতিনিধিরা। এই মুহূর্তে ম্যাচটি টসে হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া ম্যাচটিতে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। পাওয়ার প্লে'তে লিটন দাস এবং নাঈম শেখের জুটি স্কোরবোর্ডে যোগ করে ৪৯ রান। পাওয়ার প্লে শেষ হওয়ার পরও রানের চাকা সচল রাখে এই জুটি।

ওমানের বোলারদের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করে পরের ৪ ওভারে আরও ৪০ রান স্কোরবোর্ডে তোলে এই জুটি। ১০ ওভারে বাংলাদেশের স্কোর গিয়ে দাঁড়ায় ৮৯ রান। সেখান থেকে জোড়া বাউন্ডারি হাঁকিয়ে ৩২ বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন লিটন দাস।

তবে এরপরের বলেই সময় শ্রীবাস্তবকে ফিরতি ক্যাচ দিয়ে ৫৩ রানে ফেরেন তিনি। এরপর তিনে নেমে ইনিংস লম্ব করতে ব্যর্থ হন সৌম্য সরকার। একই বোলারের বিপক্ষে ৮ বলে ৮ রান করে উইকেট ছুঁড়ে দেন তিনি। খানিক পর ৪ এ নামা মুশফিকুর রহিম আলিম করিমকে স্কুপ করতে ফেরেন প্রথম বলেই।

মুশফিকের পর ক্রিজে নেমে আফিফ প্রথম বলে ছক্কা মারলেও দ্বিতীয় বলেও বাউন্ডারি পার করতে গিয়ে ২ বলে ৬ রানে সাজঘরে ফেরেন। ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মাঝে অবশ্য নাঈমও হাফ সেঞ্চুরি তুলে নেন। তবে ৫৩ বলে ৬৩ রান করে অবসরে যান এই ওপেনার।

নাঈম ফিরলেও ওপরপ্রান্তে থাকা নুরল হাসান সোহান ঝড় তোলেন। ১৯তম ওভারের প্রথম ৩ বলে ৩ ছক্কা হাঁকান তিনি। তাকে শামিম হোসেনও দারুণ সঙ্গ দেন। এই দুজনের ব্যাটে ভর করে দলীয় ২০০'র পথে এগোতে থাকে বাংলাদেশ।

শেষ ওভারে জোড়া ছক্কা হাঁকান এই বাঁহাতিও। ওভারের পঞ্চম বলে ছক্কা হাঁকিয়ে দলীয় ২০০ পূরণ করেন নুরুল। শেষ বলেও ছক্কা হাঁকান এই উইকেটরক্ষক। তার ১৫ বলে ৪৯ রানের ইনিংসে ২০ ওভারে ২০৭ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ