ঢাকা বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পিএসজি কোচের সোজাসাপ্টা কথা


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৭, ২০২১, ১০:০৯ এএম
পিএসজি কোচের সোজাসাপ্টা কথা

২০২১-২২ মৌসুমে ইউরোপের সবচেয়ে আলোচিত দল নিঃসন্দেহে প্যারিস সেইন্ট জার্মেইঁ। লিওনেল মেসি, সার্জিও রামোসের মত খেলোয়াড়দের দলে ভিড়িয়ে বেশ আলোচনায় কাতারের মালিকানাধীন দলটি। আগে থেকেই নামিদামি খেলোয়াড়দের দলে ভেড়ানোর জন্য বিখ্যাত ক্লাবটির আক্রমণভাগ এখন তারায় পরিপূর্ণ। কিলিয়ান এমবাপে, নেইমার জুনিয়র, মেসি, আনহেল ডি মারিয়াদের নিয়ে তারকাখচিত আক্রমণভাগ তাদের।

এদিকে মেসি নেইমাররা যেমন আক্রমণভাগের সেরা তেমনি রক্ষণভাগে শেষ কয়েক বছরের অন্যতম সেরা খেলোয়াড় সার্জিও রামোসও রয়েছেন দলে। বর্তমানে খেলছেন এমন ডিফেন্ডারদের মধ্যে সেরাদের কাতারে রাখা হয় স্প্যানিশ এই কিংবদন্তিকে। যদিও এখন পর্যন্ত একটি খেলায়ও এমবাপে-নেইমারদের সাথে মাঠে নামা হয়নি তার। ইনজুরির বাধায় আটকে রয়েছে তার পিএসজি অভিষেক। 

ইনজুরির কারণে এখন পর্যন্ত একদিনও দলের সঙ্গে পুরো সময় অনুশীলন করতে পারেননি এই সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক। তবে পিএসজি একাদশে জায়গা পেতে যে তাকে নিজের সেরা সময়ে আবার ফেরত যেতে হবে সেই ইঙ্গিত দিলেন খোদ মরিসিও পচেত্তিনো।

পচেত্তিনো বলেন, ‘হয়ত ২০১৪ এর মত অবস্থায় নেই সে। মেসি ও নেইমারের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তারা সেরা বিজয়ী। কিন্তু তাদের বাস্তবতার সাথে খাপ খাইয়ে নিতে হবে।’

খেলোয়াড়দেরকে তাদের সেরাটা দিতে হবে উল্লেখ করে পিএসজি কোচ বলেন, ‘সবাই জানে তারা সেরা। কিন্তু তাদের সেইভাবেই খেলতে হবে। তারা তাদের সেরা সময় ফেরত পেলে নিশ্চয়ই আমরা যেকোন কিছু অর্জন করতে পারব।’

তবে নিজের ভেতর থেকে সেরটা বের করে আনা যে বেশ চ্যালেঞ্জের সেটাও মানেন পচেত্তিনো। তিনি বলেন, ‘কিন্তু যুদ্ধটা তখনই শুরু হয় যখন নিজের ভেতর থেকে সেরাটা বের করে আনতে হয়। অর্কেস্ট্রাকে তার সঠিক সুরে থাকা প্রয়োজন।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ