ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রেকর্ড বেতনে ফের ভারতে কোচ হলেন হোয়াটমোর


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০১:১৬ পিএম আপডেট: সেপ্টেম্বর ২৫, ২০২১, ০৭:১৬ এএম
রেকর্ড বেতনে ফের ভারতে কোচ হলেন হোয়াটমোর

নেপাল জাতীয় ক্রিকেট দলের দায়িত্ব ছাড়ার এক মাসের মাথায় আবারও ভারতের ঘরোয়া ক্রিকেটে ফিরলেন বিশ্বকাপ জয়ী বর্ষিয়ান কোচ ডেভ হোয়াটমোর। ২০২১-২২ মৌসুমের জন্য ভারতের রাজ্য দল বারোদার পরিচালক ও প্রধান কোচ হিসেবে রেকর্ড পরিমাণ বেতনে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।

বারোদার সাথে নতুন চুক্তিতে ভারতের প্রথম শ্রেণির ক্রিকেটে কোচ হিসেবে সর্বোচ্চ পারিশ্রমিক পেতে চলেছেন ৬৭ বছর বয়সী ডেভ হোয়াটমোর। যেখানে ২০২১-২২ মৌসুমে রেকর্ড ১ কোটি ভারতীয় রুপি পারিশ্রমিক পাবেন সাবেক অজি ক্রিকেটার।উল্লেখ্য, এর আগেও বারোদার হয়ে একই পদে কাজ করে গেছেন অস্ট্রেলিয়ান এই কোচ। ২০২১ সালের এপ্রিলে দুই বছরের চুক্তিতে বরোদার পরিচালক এবং প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি। কিন্তু ছয় মাস না যেতেই সেই চাকরি হারান তিনি। তারপর সে বছরের ডিসেম্বরেই নেপাল জাতীয় দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পান হোয়াটমোর।

 বারোদা ছাড়াও ভারতের আরেক রাজ্য দল কেরালার কোচ হিসেবে তিন বছর দায়িত্ব পালন করেছেন ডেভ হোয়াটমোর। তার অধীনে রঞ্জি ট্রফির ফাইনালেও উঠেছিল কেরালা। এছাড়া ভারতের ফ্যাঞ্জাইজি ভিত্তিক টুর্নামেন্টে আইপিএলেও কলকাতা নাইট রাইডার্সের কোচ হিসেবে দেখা গেছে তাকে। কাজ করেছেন ভারতের জাতীয় ক্রিকেট একাডেমি ও যুবদলের কোচ হিসেবেও।অবশ্য কোচিং ক্যারিয়ারে সেরা সাফল্য পেয়েছেন নব্বই দশকে। ১৯৯৫ সালে লঙ্কান ক্রিকেটের দায়িত্ব নেওয়ার পর তার অধীনেই ১৯৯৬ সালে প্রথম এবং একমাত্র বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছিল শ্রীলঙ্কা।

 
২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত দীর্ঘ চার বছর বাংলাদেশ দলের প্রধান কোচের দায়িত্বও পালন করেছেন ডেভ হোয়াটমোর। তার হাত ধরেই বদলে যাওয়া বাংলাদেশের অগ্রযাত্রার গল্প শুরু হয়েছিল। এছাড়া পাকিস্তান এবং জিম্বাবুয়ের কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ