ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মুস্তাফিজ বন্দনায় রাজস্থানের অলরাউন্ডার, যা বললেন


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ০২:২৮ পিএম আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২১, ০৮:২৮ এএম
মুস্তাফিজ বন্দনায় রাজস্থানের অলরাউন্ডার, যা বললেন

১২ বলে জয়ের জন্য প্রয়োজন ৮ রান, হাতে ৮ উইকেট। টি-টোয়েন্টি ফরম্যাটে এমন পরিস্থিতিতে অতি আত্মবিশ্বাসী মানুষটিও ব্যাটসম্যানদের পক্ষে বাজি ধরবেন নিশ্চয়ই! তবে সবাইকে অবাক করে দিয়ে পাঞ্জাব কিংসকে হারিয়ে ২ রানে ম্যাচ জিতে নেয় রাজস্থান রয়্যালস। শেষ ২ ওভারে বাজিমাত করেন মুস্তাফিজুর রহমান ও কার্তিক তেওয়াগি। ১৯তম ওভারে মুস্তাফিজ দেন মাত্র ৪ রান। শেষ ওভারে ১ রান দিয়ে ২ রানের জয় এনে দেন তেওয়াগি।

রাজস্থানের অলরাউন্ডার রায়ান পারাগের কাছে স্মৃতি হয়ে থাকবে এই ম্যাচ, ম্যাচের এই দুই ওভার। ১৯তম ওভারে বল করতে আসা মুস্তাফিজকে পরাগ বলেছিলেন, কোনোরকম ম্যাচটি বাঁচিয়ে রাখতে। ম্যাচ শেষে পারাগ জানিয়েছেন, এই ২ ওভার তার ক্রিকেট ক্যারিয়ারে দেখা সেরা বোলিং স্পেল।

পারাগ বলেন, ‘সত্যিই ক্রিকেট বেশ মজার খেলা। প্রথম ইনিংসের পর মনে হচ্ছিল ম্যাচ আমাদের নিয়ন্ত্রনে। কিন্তু পরে বেশকিছু ক্যাচ ছাড়ার পর ম্যাচটি আমাদের হাত থেকে বের হয়ে যাচ্ছিল। ১৯তম ওভারে যখন মুস্তাফিজ বল করতে আসে, আমি তখন মিড অফে ফিল্ডিং করছিলাম। তাকে বললাম, এই ওভারে ম্যাচটি হাতছাড়া করো না, শেষ ওভারে ত্যাগী আসবে, আমাদের ভালো সুযোগ আছে।’

এদিন আগে ব্যাট করে স্কোর বোর্ডে ১৮৫ রানের সংগ্রহ পায় রাজস্থান। বিশাল লক্ষ্যটা মামুলি বানিয়েছিলেন পাঞ্জাবের দুই ওপেনার মায়াঙ্ক আগারওয়াল ও লোকেশ রাহুল। পরে ব্যাট হাতে ঝড় তোলেন পুরান-মার্করাম। ম্যাচের ১৯তম ওভার ও নিজের কোটার শেষ ওভার করতে আসার আগে প্রথম তিন ওভারে ২৬ রান দিয়ে ফেলেছিলেন মুস্তাফিজ। ত্যাগী খরচ করেছিলেন ৩ ওভারে ২৮ রান।

পারাগ জানান, ‘তারা দুজনেই অসাধারণ ছিল। শেষ ২ ওভারে ৮ রান আটকে ম্যাচ জেতা সহজ নয়, সেটি তারা করে দেখিয়েছে। এটি আমার ক্রিকেট ক্যারিয়ারে আমার দেখা সেরা বোলিং স্পেল। আমি মনে করে তারা টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোতেও এই ধারাবাহিকতা ধরে রেখে আমাদের আরও ম্যাচ জেতাবে।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ