ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পাকিস্তান ক্রিকেটের শত্রু তালিকায় ভারত ছাড়াও রয়েছে ২ দেশ


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১, ১১:১৮ এএম
পাকিস্তান ক্রিকেটের শত্রু তালিকায় ভারত ছাড়াও রয়েছে ২ দেশ

ক্রিকেটীয় ইস্যুতে ক্রান্তিলগ্ন পার করছে পাকিস্তান। নিউজিল্যান্ডের পর মুখ ফিরিয়ে নিয়েছে ইংল্যান্ডও। কিউইরা সিরিজ না খেললেও পাকিস্তানের মাটিতে পা রেখেছিল। ইংল্যান্ড তো আগেই জানিয়ে দিয়েছে, যথাসময়ে পাকিস্তানে খেলতে যেতে পারবে না তারা। নিরাপত্তা ইস্যুতে টালমাটাল পাকিস্তান ক্রিকেট। ক্ষোভে ফুঁসতে থাকা পাকিস্তান ক্রিকেট বোর্ডের নতুন চেয়ারম্যান রমিজ রাজা সরাসরি ঘোষণা দিয়েছেন, আগে ছিল ভারত এবার পাকিস্তানের শত্রু তালিকায় যুক্ত হয়েছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড।

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তান সম্পর্ক বেশ বৈরি। এর আঁচ এসে পড়ে বাইশ গজের লড়াইয়ে। এজন্য দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ হয় না দীর্ঘদিন। বর্তমানে শুধু এশিয়াকাপ আর বিশ্বকাপের মঞ্চে সাক্ষাৎ হয় তাদের। দরজায় কড়া নাড়ছে তেমনকি এক বিশ্বকাপ। আগামী মাসেই শুরু হবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। যেখানে এবার ভারতের সঙ্গে নিউজিল্যান্ড আর ইংল্যান্ডকেও হারাতে বদ্ধপরিকর পাকিস্তান। 

পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা বলেন, ‘এর আগে বিশ্বকাপে একটা দেশ আমাদের শত্রু ছিল, তারা আমাদের প্রতিবেশী (ভারত)। সেই তালিকায় আরও দুটি দল যুক্ত হল, ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড।’

ইংল্যান্ড দল পাকিস্তান সফরে না আশায় হতাশ রমিজ রাজা। যদিও দেশটির ক্রিকেট বোর্ড পাকিস্তানকে আস্বস্ত করেছে, একেবারে বাতিল নয়, ২০২২ সালে পাকিস্তান সফর করতে পারে তারা। তবে এতে মন গলছে না পিসিবির। রমিজ রাজা বাবর আজমদের উজ্জীবিত হওয়ার বার্তা দিয়েছেন।

রমিজ জানিয়েছেন, ‘যা হয়েছে সেটা ঠিক নয়, এর বদলা আমরা মাঠেই নেব। নিজেদের মানসিকভাবে তৈরি করে নাও। নিজেদেরকে বলে নাও যে আমরা ওদের কাছে হারব না। আমি ইংল্যান্ডের সিদ্ধান্তে হতাশ। কিন্তু এটা প্রত্যাশিতই ছিল। কারণ, পশ্চিমের দেশগুলো এ সব ক্ষেত্রে একজোট হয়ে যায়। এবং একে অপরকে সাহায্য করে।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ