ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নেয়াটা অপেশাদার মনে হয়েছে: জেমি ডে


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:২৫ এএম আপডেট: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১০:৩১ এএম
আমাকে না জানিয়ে সিদ্ধান্ত নেয়াটা অপেশাদার মনে হয়েছে: জেমি ডে

সময়টা খুবই খারাপ যাচ্ছে জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডের। বাংলাদেশ দল কিরগিজস্তানে গিয়ে হেরে নাকাল। অবনমন ঘটেছে তার শিষ্য জামাল ভূঁইয়াদের। কোচ হিসেবে সবচেয়ে বড় নেতিবাচক খবরই বটে। 

এরইমধ্যে শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। ফের করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। রিপোর্টের অপেক্ষায় আছেন।

আর এমন দুঃসময়ে চাকরি স্থগিতের খবর পেলেন। দুই মাসের জন্য তাকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

নতুন কোচ হিসেবে অন্তবর্তীকালীন দায়িত্ব দেয়া হয়েছে বসুন্ধরা কিংসের অস্কার ব্রুজনকে।

এতে বিস্মিত হলেও ভেঙে পড়েননি জেমি। 

তিনি বলেন, ‘বাফুফের সিদ্ধান্ত শুনে আমি অবাক হইনি। ফুটবলে এমনটা হতেই পারে। কোচদের চাকরি সবসময় ঝুঁকিপূর্ণ। এখনো আমার চুক্তি রয়েছে। এ অবস্থায় আমাকে এভাবে কাজ থেকে দূরে রাখাটা বিস্ময়কর। আমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নেওয়াটা আমার কাছে অপেশাদার মনে হয়েছে।’

আগামী দুই-তিন মাস বসে বসেই বেতন পাবেন জেমি। কাজ না করে বসে বসে বেতন নেওয়াটা শোভনীয় মনে করছেন না জেমি।

তিনি বলেছেন, ‘করোনা রিপোর্ট নেগেটিভ এলে আমি কিছুদিনের মধ্যে লন্ডনে ফিরে যাব। সেখানে পরিবারের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব। বাংলাদেশ দল এবং অস্কারের জন্য আমার শুভকামনা।’

এমন বার্তা দিয়ে তিনি হয়ত বোঝাতে চাইছেন - একেবারেই সরে যাবেন তিনি। 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ