ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কোহলির পর এবার বাবর আযমকে নিয়ে গুঞ্জন!


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৮, ২০২১, ১২:১৯ এএম
কোহলির পর এবার বাবর আযমকে নিয়ে গুঞ্জন!

টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আর টি-টোয়েন্টি ফরম্যাটে অধিনায়কত্ব করবেন না বলে ঘোষণা দিয়েছেন ভারতের বিরাট কোহলি। তা নিয়েই এখন তুমুল আলোচনা চলছে ক্রিকেট বিশ্বে। এরই মধ্যে গুঞ্জন শুরু হয়ে গেছে, বিশ্বকাপের পর টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়ে দেবেন পাকিস্তানের বাবর আজমও।

টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য যে দলটি নির্বাচন করা হয়েছে, তা নিয়ে খুশি নন অধিনায়ক বাবর আজম। এ কথা তিনি জানিয়েছিলেন নিজ মুখেই। এমনিতেই পাকিস্তানের দল নির্বাচন নিয়ে শোয়েব আখতারের মতো কিংবদন্তীতুল্য সাবেকরা নিজের ক্ষোভ উগড়ে দিয়েছেন।

তার ওপর বাবরেরর অখুশি হওয়ার খবর যে পাক বোর্ডের মধ্যে অস্বস্তি বাড়িয়েছে তাতে কোন সন্দেহ নেই। এর পরিপ্রেক্ষিতেই বাবরের অধিনায়কত্ব পদ থেকে সরে যাওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

শুধু তাই নয়, এটাও গুঞ্জন ছড়িয়েছে যে, নতুন পিসিবি চেয়ারম্যান রমিজ রাজা দলের মধ্যে পুরো বিষয়টা মনিটরিং করছেন এবং হয়তো বা তিনিই চাচ্ছেন নেতৃত্বে পরিবর্তন আসুক।

যদিও বাবরকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি জানিয়েছেন, এ নিয়ে কিছুই জানেন না। বাবর বলেন, ‘আমার এখনও পর্যন্ত এ বিষয়ে কোন ধারণাই নেই।’

তার পরিবর্তে তিনি জানান, দল নির্বাচন প্রসঙ্গে মতবিরোধ সম্পর্কে অধিনায়ক হিসাবে নিজের মতামত জানিয়েছেন এবং দলটা কোন এক ব্যক্তির ইচ্ছায় হয়নি বলেই দাবি করেন।


বাবর বলেন, ‘আমার মতে বোর্ড কর্মকর্তা এবং নির্বাচকরা দল বাছাইয়ের ক্ষেত্রে নিজেদের যুক্তি আগেই পেশ করেছেন। সুতরাং, আমি সম্পূর্ণভাবে দলের সঙ্গে আছি এবং আশা করছি নিউজিল্যান্ডের বিরুদ্ধে দল ভাল করবে (যদিও নিউজিল্যান্ড সিরিজ শুরুর আগেই স্থগিত হয়ে গেছে)।’

আজ (শুক্রবার, ১৭ সেপ্টেম্বর) থেকে বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সাদা বলের সিরিজ খেলতে নামার কথা পাকিস্তানের। কিন্তু কয়েকজন করোনা পজিটিভ প্রমাণিত হওয়ার পর সিরিজই বাতিল করে দেয়া হয় এবং নিরাপত্তা শঙ্কায় কিউই ক্রিকেটাররা পাকিস্তান ছেড়ে যাচ্ছেন বলে খবর বেরিয়েছে।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রথম প্রেস কনফারেন্সে রমিজ রাজাকে জিজ্ঞাসা করা হয় বাবর আজমের নেতৃত্ব মূল্যায়ন করা নিয়ে। তিনি তখন বলেছিলেন, ‘এটা বলা আমার জন্য অনেক আগাম হয়ে যায়।’ তবে তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমি আশা করবো বাবর আমার সময়ে ইমরান খান যেমন অধিনায়ক ছিলেন তেমন হবেন।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ