ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

এবারো ভারতকে হারিয়ে দেয়ার ঘোষণা হাসান আলির


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১১:৪৯ পিএম
এবারো ভারতকে হারিয়ে দেয়ার ঘোষণা হাসান আলির

সম্পর্কের দিক থেকে তিনি ভারতের জামাই। না, শোয়েব মালিকের কথা বলা হচ্ছে না। বলা হচ্ছে, পাকিস্তানের পেসার হাসান আলির কথা। হরিয়ানার মেয়ে, অ্যারোনেটিক ইঞ্জিনিয়ার সামিয়া আরজুকে বিয়ে করেন হাসান।

তবে, ভারতের জামাই হওয়ার আগেও একবার বিরাট কোহলিদের বিধ্বস্ত করেছিলেন হাসান আলি অ্যান্ড কোং। ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে। সেবার হাসান আলি-মোহাম্মদ আমিরদের বোলিং তোপে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় পাকিস্তান।

চার বছর আগের সেই স্মৃতি ফিরিয়ে এনে শশুরের দেশকে হুমকি দিয়ে রাখলেন পাকিস্তানি পেসার হাসান আলি। বললেন, ২০১৭ সালের ফাইনালের মত এবারও তারা ভারতকে হারিয়ে দেবেন। হাসান আলির এই মন্তব্যে আপতত উত্তেজনারর পারদ বেশ ভালোভাবেই ছড়িয়েছে ভারত এবং পাকিস্তানের ক্রিকেট অঙ্গনে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আরও এক মাস বাকি। তবে যখন ২৪ অক্টোবর নিজেদের প্রথম ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হওয়ার সূচি নির্ধারিত হল, তখন এই ম্যাচ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
মূলতঃ পাকিস্তানের পেস বোলার হাসান আলির হুঙ্কারই উত্তেজনার পারদ কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। তিনি দাবি করছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির পর আবার ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপেও হারাবে পাকিস্তান।

আইসিসি’র কোনও টুর্নামেন্ট বাদ দিলে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক কোনও ম্যাচই খেলা হয় না এখন। বিশ্বকাপের গ্রুপ পর্বে বহু দিন পর মুখোমুখি হতে যাচ্ছে চির প্রতিদ্বন্দ্বী এই দুই দল। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল নিয়ে উত্তেনা আকাশছোঁয়া। আর এর মাঝেই টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েও উত্তেজনা বাড়িয়ে দিলেন হাসান আলি।

বিশ্বকাপ নিয়ে তিনি বলেন, ‘শুধু দুই দলের ক্রিকেটার বলে নয়, দু’দেশের মানুষও তো এই ম্যাচ নিয়ে বাড়তি উত্তেজনা অনুভব করে। আর এটা হওয়াটাই তো স্বাভাবিক। ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ওদের হারিয়েছিলাম। এবারও হারাতে চাই। সে জন্য আমরা নিজেদের সেরাটা উজাড় করে দেব।’

এখনও পর্যন্ত শুধু ওয়ানডে বিশ্বকাপ নয়, টি টোয়েন্টি বিশ্বকাপেও ভারতকে কখনো হারাতে পারেনি পাকিস্তান। ২০০৭ থেকে ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও সেই ধারাই বজায় ছিল। এ দিকে ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভারতকে ১৮০ রানে হারিয়েছিল পাকিস্তান। তবে ২০১৮ সালের এশিয়া কাপ এবং গত বিশ্বকাপে পাকিস্তানকে হেলায় হারিয়েছিল বিরাট কোহলি অ্যান্ড কোং।

বিশ্বকাপের আগ মুহূর্তে এসে প্রধান কোচ মিসবাহ-উল হক এবং বোলিং কোচ ওয়াকার ইউনিসের হঠাৎ পদত্যাগে বেশ হতাশ হয়েছেন বলেও জানান হাসান আলি। তিনি বলেন, ‘সত্যি বলতে, আমি খুব হতাশ হয়েছি। বিশ্বকাপ একেবারে দোরগোড়ায়। এ মুহূর্তে এ ধরনের পরিবর্তনে ইতিবাচক কিছু হবে না।’

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ