ঢাকা শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেসি-নেইমার ও এমবাপের কারণে দুর্বল হবে পিএসজি: অভিমত তার


গো নিউজ২৪ | খেলা ডেস্ক প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১, ১০:১৫ পিএম
মেসি-নেইমার ও এমবাপের কারণে দুর্বল হবে পিএসজি: অভিমত তার

অনেক আশার ফানুস উড়িয়ে বার্সেলোনা থেকে ‘ফ্রি এজেন্ট’ হয়ে যাওয়া লিওনেল মেসিকে দলে ভিড়িয়েছিল পিএসজি। আর্জেন্টাইন তারকা নিজেও প্রথম সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন নিজের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের অভিপ্রায়ের কথা। কিন্তু সেই চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচে অন্তত তার ছিটেফোঁটাও দেখা যায়নি। দল এগিয়ে গিয়েও ড্র করেছে ক্লাব ব্রুগার সঙ্গে। মেসি নিজেও যেন ছিলেন তার ছায়া হয়েই। 

এরপরই ধেয়ে এল এক তির্যক মন্তব্য। রেকর্ড ছয়বারের ব্যালন ডি’অর বিজেতাকে দলে ভিড়িয়ে শক্তিশালী নয়, বরং আরও দুর্বলই হয়েছে পিএসজি, বললেন সাবেক ব্যালন ডি’র বিজয়ী ও বর্তমানে ফুটবল বিশ্লেষক মাইকেল ওয়েন। 

সম্প্রতি বিটি স্পোর্টসের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘পিএসজি দলে এমন সব ফরোয়ার্ডের কারণে সবাই তাদের দেখতে মুখিয়ে থাকে। তবে আমি বুঝি না তাদেরকে কেন চ্যাম্পিয়ন্স লিগের জন্য ফেভারিট ধরা হচ্ছে।’

তার মনে হচ্ছে, আক্রমণভাগে মেসি, নেইমার ও কিলিয়ান এমবাপের উপস্থিতিতে বরং আরও বেশি দুর্বলই হয়ে পড়বে পিএসজি। বললেন, ‘তারা সবাই দারুণ খেলোয়াড়। কিন্তু আমার মনে হচ্ছে তিনজন একসঙ্গে খেললে বরং দুর্বলই হয়ে পড়বে পিএসজি।’

এক্ষেত্রে ইংলিশ প্রিমিয়ার লিগের দলগুলোকে চ্যাম্পিয়ন্স লিগে অনেক বেশি শ্রেয়তর মনে হচ্ছে ওয়েনের। বললেন, ‘আমার মনে হয়, ইংলিশ দলগুলো চ্যাম্পিয়ন্স লিগে অনেক অনেক বেশি শ্রেয়তর।’

পিএসজির হয়ে দুই ম্যাচ খেলে ফেললেও মেসি এখনো পাননি গোলের দেখা। অথচ জাতীয় দলের হয়ে সর্বশেষ ম্যাচেই হ্যাটট্রিক করে ফেলেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক।

এ কারণেই হয়তো, ওয়েনের মনে হচ্ছে, সবশেষ দলবদলে পিএসজির দলে ভেড়ানো সেরা খেলোয়াড়টা নন মেসি। বরং সার্জিও রামোস, কিংবা জিয়ানলুইজি ডনারুমাকেই তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে তার। বললেন, ‘আমার মনে হয়, মেসি নয়, বরং ডনারুমা, আর সার্জিও রামোসরা দলটাকে চ্যাম্পিয়ন্স লিগ জেতানোর মতো সুযোগ এনে দেবে।’

যদিও রিয়াল মাদ্রিদ ছেড়ে পিএসজিতে পাড়ি জমানোর পর এখনো মাঠেই নামেননি রামোস। আর ডনারুমা ক্লাব ব্রুগার বিপক্ষে ম্যাচে খেলেননি, তার জায়গায় পিএসজির গোলবার আগলানোর দায়িত্ব ছিল কেইলর নাভাসের কাঁধে।

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ