ঢাকা বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

হায়দরাবাদের বিরুদ্ধে লড়তে রাজস্থানের সম্ভাব্য একাদশ


গো নিউজ২৪ | স্পোর্টস ডেস্ক প্রকাশিত: মে ২৩, ২০১৮, ০৩:১২ পিএম আপডেট: মে ২৩, ২০১৮, ০৯:২২ এএম
হায়দরাবাদের বিরুদ্ধে লড়তে রাজস্থানের সম্ভাব্য একাদশ

প্রথম পর্বে যদিও টিম আশানুরুপ খেলতে পারেনি তবুও রাজস্থান রয়্যালস প্লে-অফে উঠেছে। সমর্থকদের আশা পূরণ হয়েছে। রাজস্থান রয়্যালস উদ্বোধনী আইপিএলের চ্যাম্পিয়ন দল। ফলে প্রত্যেক বছরই টিমটাকে নিয়ে আশা থাকে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। কিন্তু ২০০৮ এর পর আর কোন ট্রফি জেতা হয়নি রাজস্থানের। এর মাঝে দু‘বার প্লে-অফে জায়গা করে নিয়েও ফাইনালে যাওয়ার সৌভাগ্য হয়নি। আইপিএলের ইতিহাসে ন‘বার অংশগ্রহণ করে চারবার প্লে-অফে খেলার সুযোগ পেল দলটি।বুধবার (২৩ মে) কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় মুখামুখি হবে কলকাতা নাইট রাইডার্স বনাম রাজস্থান রয়্যালস। মাঠে নামার আগে জেনে নিন রাজস্থান টিমের খুঁটিনাটি বিষয়াদি।

পরিবর্তন: উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামবে রাহানেরা। তাই কোন পরিবর্তন আসবে নাএকাদশে।

মাঠে যাদের না দেখে হতাশ হবেন সমর্থকরা: হাইভোল্টেজ ম্যাচের আগে রাজস্থানের সবচেয়ে দুঃসংবাদ হলো দলের সেরা তারকা জস বাটলার ও বেন স্টোকসের অনুপস্থিতি। দলটিকে জয়ের রেসে আনার মূল নায়ক জস বাটলার। কিন্তু বাঁচা-মরার ম্যাচে বাটলারের সার্ভিস পাচ্ছে না রাজস্থান। জাতীয় দলের ক্যাম্পে যোগ দিতে বাটলার ও স্টোকস উড়াল দিয়েছে ইংল্যান্ডে। 

অভিষেক আসরেই বাজিমাত

পজিশন:
বাটলারের অনুপস্থিতিতে রাহুল ত্রিপাথির সঙ্গে ওপেনিংয়ে দেখা যাবে জোফরা আর্চারকে। তিনে ব্যাটিং করবেন ক্যাপ্টেন অজিঙ্কা রাহানে। এরপর চার-পাঁচে স্যামসন ও হ্যানরিচ ক্লাসেন। শেষের দিকের জন্য প্রস্তুত রয়েছেন বিনি ও গৌতম।

হেড টু হেড:
ম্যাচ-১৭
রাজস্থান-৭
কলকাতা-৮
ড্র-২

সম্ভাব্য সেরা পারফর্মার- জোফরা আর্চার।

একাদশ (সম্ভাব্য): রাহুল ত্রিপাথি, জোফরা আর্চার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক),  সাঞ্জু স্যামসন,  হ্যানরিচ ক্লাসেন (উইকেট কিপার), স্টুয়াট বিনি, গৌতম, শ্রেয়াস গোপাল, ইশ সৌদি, বেন লাগলিন ও জয়দেব উনাদকাট।

খেলাটি দেখতে চোখ রাখুন স্টার স্পোর্টস ওয়ান, স্টার স্পোর্টস হিন্দি, স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান এবং শুনতে কান রাখুন রেডিও ৯২.৮-এ।

প্রসঙ্গত, এটি সম্ভাব্য একাদশ। বল মাঠে গড়ানোর আগে প্রয়োজনে পরিবর্তন হতে পারে।

গোনিউজ২৪/এএস

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ