ঢাকা শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বড় চমক দিয়ে মাঠে নামছে চেন্নাই


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: এপ্রিল ২০, ২০১৮, ১২:৪৩ পিএম
বড় চমক দিয়ে মাঠে নামছে চেন্নাই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৭তম ম্যাচে নতুন ভেন্যুতে রাজস্থানের মুখোমুখি হবে ধোনির চেন্নাই সুপার কিংস। অভিজ্ঞ ধোনিদের বিপক্ষে তুলনামূলক তারুণ্য নির্ভর রাজস্থান কিংস। ২ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নতুন অধিনায়কের নেতৃত্বে এখনো নিজেদের সেরাটা দিতে পারছে না রাজস্থান। অন্যদিকে চেন্নাই শিবিরে সুখবর হচ্ছে ইনজুরি কাটিয়ে মাঠে ফিরছেন দলের অন্যতম সেরা ব্যাটসম্যান সুরেশ রায়না ও ফাফ ডু-প্লেসি।শঙ্কা কাটিয়ে মাঠে ফিরছেন অধিনায়ক ধোনি। 

শুক্রবার (২০ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে চেন্নাইয়ের নতুন ভেন্যু পুনের মহারাষ্ট্রে ক্রিকেট অ্যাসোসিয়েসন স্টেডিয়ামে মুখোমুখি হবে দু‘দল।খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি চ্যানেল নাইনসহ, স্টার স্পোর্টস, স্টার জলসা ও স্টার মা। মাঠে নামার আগে এক ঝলকে দেখে নেওয়া যাক চেন্নাইয়ে খুঁটিনাটি বিষয়াদি।

পরিবর্তন
এই ম্যাচ দিয়ে একাদশে ফিরছেন সুরেষ রায়না। সেক্ষেত্রে একাদশ থেকে বাদ পড়তে পারেন মুরালি বিজয়।ইনজুরি মুক্ত ফাফ ডু-প্লেসি ফিরলে জায়গা হারাবে স্যাম বিলিংস।রায়না, ডু-প্লেসি ফিরলে ধোনির একাদশে ব্যাটিং অর্ডার বেশ শক্তিশালী। 

পজিশন
অজি অলরাউন্ডার শেন ওয়াটসনের সাথে ওেপেনিংয়ে দেখা যেতে পারে আম্বাতি রাইডুকে।নিজের প্রিয় জায়গা তিন নাম্বারে থাকবেন রায়না। মিডল অর্ডারে ধোনি, ডু-প্লেসি যে কোন দলের জন্যই চিন্ত কারন। শেষ দিকে রয়েছে ব্রাভো, জাদেজার মতো হার্ড হিটাররা।

অধিনায়ক
মহেন্দ্র সিং ধোনি 

ট্রাম্প কার্ড
চেন্নাই দলের সবচেয়ে বড় তারকা অধিনায়ক ধোনি নিজেই। সন্দেহাতীভাবে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ফিনিশিয়ারদের একজন ধোনি।যে দলে ধোনির মতো পিনিশিয়ার রয়েছে তারা যে কোন দলের বিপক্ষে কিছুটা এগিয়ে থাকাটাই স্বাভাবিক। সম্প্রতি বোলিংয়ের পাশাপাশি ব্যাট হাতে ঝড় তুলতে বেশ পারদর্শী ডোয়াইন ব্রাভো।তবে ধোনির সবচেয়ে বড় তুরুপের তাস ইমরান তাহির। প্রোটিয়া এই লেগ স্পিনারের টি-২০ রেকর্ড বেশ ঈর্ষণীয়। 

ইনজুরি শঙ্কা কাটিয়ে ব্যাট হাতে নেটে দলের দুই সেরা ব্যাটসম্যান 

মাইলফলক
মাত্র ৩৩ রান করলে কোহলিকে টপকে আবারো আইপিএলে সর্বোচ্চ রান করার মালিক হবেন সুরেশ রায়না। গত ম্যাচেই রায়নার রেকর্ড ভাঙেন কোহলি।আইপিএলে সবচেয়ে বেশি ম্যাচ খেলা রায়নার সামনে সুযোগ আছে কোহলি টপকে আবারো অরেঞ্জ ক্যাপ নিজের করে নেওয়ার। 

হেড টু হেড
ম্যাচ-১৭
চেন্নাই  সুপার কিংস-১১
রাজস্থান র‌য়্যালস-৬

বিদেশে কোটায় চার প্লেয়ারঃ শেন ওয়াটসন, ডোয়াইন ব্রাভো, ইমরান তাহির, ফাফ ডু-প্লেসি।

চেন্নাইয়ের সম্ভাব্য একাদশঃ শেন ওয়াটসন, অম্বাতি রাইডু, রায়না ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), স্যাম বিলিংস/ডু-প্লেসি, ডোয়াইন ব্রাভো, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, ইমরান তাহির, শারদুল ঠাকুর, দীপক চাহার।
গোনিউজ২৪/টিআই
 

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ