ঢাকা বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাকিবদের বিপক্ষে গেইল-মিলারসহ পাঞ্চাব একাদশে ৬ ব্যাটসম্যান


গো নিউজ২৪ | তারিকুল প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৮, ১১:৪৬ এএম
সাকিবদের বিপক্ষে গেইল-মিলারসহ পাঞ্চাব একাদশে ৬ ব্যাটসম্যান

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সিজন ইলেভেনে ১৬ তম ম্যাচে মাঠে নামবে পয়েণ্ট টেবিলের দুই ও তিন নাম্বার দল। আসরে এখন পর্যন্ত কোন ম্যাচ না হারা সাকিবের হায়দরাবাদ আছে বেশ ফুরফুরে মেজাজে অন্যদিকে ২ হারের বিপরীতে এক ১ জয় পাঞ্জাবের। গেইল,মিলার, লোকেশ রাহুল ও মুজিবদের নিয়ে ঘরের মাঠে আত্মবিশ্বাসী পাঞ্চাব। 

বাংলাদেশ সময় রাত ৮.৩০ মিনিটে চন্ডিগড়ে মোহলির বিন্দারা স্টেডিয়ামে মুখোমুখি হবে দু‘দল।খেলাটি সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশি চ্যানেল নাইনসহ, স্টার স্পোর্টস, স্টার জলসা ও স্টার মা। 
মাঠে নামরা আগে দেখে নেওয়া যাক কিংস ইলেভেন পাঞ্জাবের খুঁটিনাটি বিষয়াদি।

পরিবর্তন
এই ম্যাচে পাঞ্জাবের একাদশে দেখা যেতে পারে প্রোটিয়া হার্ড হিটার ডেভিড মিলারকে। সেক্ষেত্রে জায়গা ছাড়তে হতে পারে গত দুই ম্যাচে ব্যক টু ব্যক শূণ্য (০) রানে আউট হওয়া অ্যারণ ফিঞ্চকে।মিলারসহ ৬ ব্যাটসম্যান নিয়ে সদ্য বিবাহিত ফিঞ্চকে ছাড়াই মাঠে নামবে রবিচন্দ্রন অশ্বিনের দল।

পজিশন
ওপেনিংয়ে ক্যারিবিয়ান ব্যাটিং দানব ক্রিস গেইলে সাথে থাকবে আইপিএলের সবচেয়ে দ্রুত গতির হাফ সেঞ্চুরিয়ান লোকেশ রাহুল। ধ্বংসাত্মক ব্যাটিং করার জন্য দু‘জনের বেশ সুখ্যাতি রয়েছে। হায়দরাবাদের বড় হুমকি হতে পারে পাঞ্চাবের ওপেনিং জুটি। তিন নম্বরে মায়াঙ্ক আগারওয়াল। মিডল অর্ডারে পরীক্ষিত যুবরাজ সিং ও করুণ নায়ার। লেট মিডল অর্ডারে রয়েছে কিলার খ্যাত মিলার। টি-২০ ক্রিকেটের জন্য আদর্শ একটি ব্যাটিং অর্ডার রয়েছে পাঞ্চাবের।সাকিব, রশিদদের আজ ভালো পরীক্ষা দিতে হতে পারে পাঞ্চাব ব্যাটসম্যানদের সামনে।

ট্রাম্প কার্ড
পাঞ্চাব দলে সবচেয়ে বড় চমক আফগানি মুজিব-উর রহমান। মূলত অফ স্পিনার হলেও দুই দিকেই সুইং করানোর ক্ষমতা রাজে মুজিব। হায়দাবাদের ব্যাটিং অর্ডারে বড় ভরসার নাম ধাওয়ান। ধাওয়ানের জন্য বড় হুমকি হতে পারে মুজিবের স্পিন। অন্যদিকে চলতি আইপিএলে রবিচন্দ্রন অশ্বিনকে দেখা যাচ্ছে ‘লেগ-অফ’ স্পিনার হিসেবে। ভারসাম্যপূর্ণ একাদশ নিয়েও তাই মুজিব-অশ্বিনকে নিয়ে আলাদা করে ভাবতে হবে উইলিয়ামসনদের। অন্যদিকে ছক্কা দানব ক্রিস গেইল অশ্বিনের ব্যাটিং অর্ডারের সবচেয়ে বড় অস্ত্র। 

মুখোমুখি দুই আফগানি

অধিনায়ক
রবিচন্দ্রন অশ্বিন

হেড টু হেড
ম্যাচ ১২
কিংস ইলেভেন পাঞ্চাব-৮
হায়দরাবাদ-৪

বিদেশি কোটায় চার ক্রিকেটারঃ ক্রিস গেইল, ডেভিড মিলার, আন্ড্রে টাই, মুজিব-উর রহমান।

মাইলফলক
আর মাত্র ১টি উইকেট পেলেই টি-২০ ক্যারিয়ারে ৩০০ উইকেট শিকারের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশি সাকিব আল হাসান।
ক্যারিয়ারের ২০০তম টি-২০ ম্যাচ খেলতে নামবে পাঞ্চাব অধিনায়ক রবিচন্দ্রন অশ্বিন।


পাঞ্জাবের সম্ভাব্য একাদশঃ ক্রিস গেইল,লোকেশ রাহুল (ডব্লিউকে), মায়াঙ্ক আগরওয়াল, করুণ নায়ার, যুবরাজ সিং, ডেভিড মিলার, রবিচন্দ্রন অশ্বিন (অধিনায়ক), আন্ড্রে টাই, বারিন্দ্রর সেরান, মোহিত শর্মা, মুজিব-উর রহমান। 
গোনিউজ২৪/টিআই

খেলা বিভাগের আরো খবর
সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

সাকিব অধ্যায়ের ইতি টেনে তিন ফরম্যাটের অধিনায়ক শান্ত

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

বিপিএল থেকে সরে হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন মাশরাফি

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

কী রোগে ভুগছেন সাকিব, জানালো দেশের এবং বিদেশের চিকিৎসকরা

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

T20 World Cup 2024 : টি-টোয়েন্টি বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

উইজডেনের বর্ষসেরা একাদশ প্রকাশ, ভারতের জয়জয়কার

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ

১১০ রানে অলআউটের পরও দারুণ লড়াই করেই হারল বাংলাদেশ